বরিশালে ১০ কোটি ৮ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩৮ | প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৪৭

বরিশালের দপদপিয়ায় থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশে আসা প্রায় ১০ কোটি ৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় শাড়ি কাপড় জব্দ করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে বরিশাল সদর উপজেলাধীন দপদপিয়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে শাড়িগুলো জব্দ করা হয়।

শুক্রবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধিনস্থ বিসিজি স্টেশন বরিশাল কর্তৃক স্টেশন কমান্ডার লে. আকতার হোসেন এর নেতৃত্বে গত ৮ ফেব্রুয়ারি রাত আনুমানিক রাত সাড়ে তিনটার দিকে বরিশাল জেলার সদর উপজেলাধীন দপদপিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় পটুয়াখালী হতে ঢাকা গামী ২ টি ট্রাককে সন্দেহজনক মনে হলে তল্লাশির জন্য থামার সংকেত দেওয়া হয়। কিন্তু ট্রাক দুটির চালক সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

অতঃপর কোস্ট গার্ডের দল ট্রাক দুটিকে ধাওয়া করলে ট্রাক চালকেরা দপদপিয়া এলাকা সংলগ্ন টোল প্লাজায় ট্রাক ২ টি রেখে কৌশলে পালিয়ে যায়। ফলশ্রুতিতে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরবর্তীতে উক্ত এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ২ টি ট্রাক জব্দ করে তাতে তল্লাশি করে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আসা ১০ হাজার ৫৮ পিস শাড়ি, ৩৩২ পিস থান কাপড়, ৭৫৬ পিস থ্রি পিসসহ সর্বমোট ১১, হাজার ১৪৬ পিস ভারতীয় কাপড় ও ১২০ মণ ধান জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য টাকা দশ কোটি আট লক্ষ আটত্রিশ হাজার পাঁচশত টাকা

তিনি আরও বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত ট্রাক এবং ভারতীয় কাপড় বরিশাল সদর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।

(ঢাকাটাইমস/০৯ফেব্রুয়ারি/এলএম/এসএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

জাতিসংঘে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বীরত্বগাথা তুলে ধরবেন প্রধান উপদেষ্টা

মব জাস্টিস’ বন্ধের আহ্বান বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের 

তিন পার্বত্য জেলায় শান্তি-সম্প্রীতি বজায় রাখার অনুরোধ আইএসপিআরের

তিন পার্বত্য জেলায় সবাইকে শান্ত থাকার আহ্বান সরকারের

বায়তুল মোকাররমে দুই পক্ষের সংঘর্ষ

বিসিএস টেলিকম সমিতির সভাপতি আসলাম, সম্পাদক ওয়াজেদ, সাংগঠনিক সম্পাদক তাহেরুল

রাজধানীর বনানীতে ট্রাকের ধাক্কায় পিকআপ চালক নিহত

ভারত কখনোই বাংলাদেশের জনগণকে সমর্থন করেনি: উপদেষ্টা শারমীন মুরশিদ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা অনুমোদন

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের এমডির নিয়োগ বাতিলের সিদ্ধান্ত

এই বিভাগের সব খবর

শিরোনাম :