বিশ্বকাপে আলো ছড়িয়ে এবার বিপিএলে দল পেলেন জিশান আলম

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৫১
অ- অ+

চলমান যুব বিশ্বকাপে ব্যাট হাতে আলো কেড়েছেন তরুণ ক্রিকেটার জিশান আলম। তারই পুরস্কারস্বরূপ বাংলাদেশের বিশ্বকাপ মিশন শেষ হওয়ার পর বিপিএলে দল পেলেন ১৯ বছর বয়সী এই ব্যাটার।

চলমান যুব বিশ্বকাপে ব্যাট হাতে আলো কেড়েছেন তরুণ ক্রিকেটার জিশান আলম। তারই পুরস্কারস্বরূপ বাংলাদেশের বিশ্বকাপ মিশন শেষ হওয়ার পর বিপিএলে দল পেলেন ১৯ বছর বয়সী এই ব্যাটার।

এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ৫ ম্যাচ খেলে ১৩৭ রান করেছেন তিনি। ডিসেম্বরে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে জয়ী দলেরও অংশ ছিলেন তিনি। টপ অর্ডারে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতি স্পিন বোলিংও করেন এই ক্রিকেটার।

বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাহাঙ্গীর আলমের ছেলে জিশান প্রথম সারির ক্রিকেটে ৯ ম্যাচ খেলে ২৫৪ রান করার পাশাপাশি ৩টি উইকেট নিয়েছেন। তার বাবা জাহাঙ্গীর জাতীয় দলের হয়ে তিনটি ওয়ানডে ম্যাচ খেলেছিলেন।

নিজেদের সর্বশেষ ম্যাচে হারলেও এবারের আসরে এখন পর্যন্ত বেশ ভালো অবস্থানে আছে চট্টগ্রাম। ৮ ম্যাচ খেলে ৫টিতে জিতে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে শুভাগত হোমের দল।

(ঢাকাটাইমস/১২ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা