সংরক্ষিত আসনে মনোনয়ন পাওয়ার দৌড়ে এগিয়ে যারা

জাফর আহমেদ, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৯| আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৫
অ- অ+

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠন করার পর এবার সংরক্ষিত আসনের সদস্যদের নির্বাচিত করতে যাচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

জোটবদ্ধভাবে ৪৮টি আসনে মনোনয়ন দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশনকে অবহিত করেছে দলটি। বাকি দুটি আসন পাবে জাতীয় পার্টি।

এই ৪৮টি আসনের প্রার্থী চূড়ান্ত করতে বুধবার দুপুর ১২টায় আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা বসবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে। তবে এর আগে মনোনয়ন প্রত্যাশীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন গণভবনে।

৪৮টি আসনের বিপরীতে এবার সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের হয়ে ১৫৪৯ জন দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন। এর মধ্যে দুই থেকে তিনজন সেলিব্র্রেটিকে মনোনয়ন দেওয়া হতে পারে। এবার সংরক্ষিত নারী আসনে একজন তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হতে পারে। এছাড়া বর্তমানে যারা সংরক্ষিত আসনে এমপি আছেন তাদের মধ্যে দুই থেকে তিনজনকে রেখে নতুনদের মনোনীত করবেন আওয়ামী লীগ।

তবে দ্বাদশ সংসদ নির্বাচনে ৭১ জন এমপিকে দলীয় মনোনয়ন না দিয়ে যে সংস্কার শুরু করেছেন শেখ হাসিনা, সংরক্ষিত আসনের ক্ষেত্রেও সেই ধারা অব্যাহত থাকবে বলে জানান মনোনয়ন বোর্ডের সদস্যরা।

আওয়ামী লীগ নেতারা বলছেন, যারা দলের ত্যাগী নেতা ও সাবেক ছাত্রলীগ নেত্রী, পরিবার আওয়ামী লীগ, দক্ষ ও এলাকায় জনপ্রিয়তা আছে তাদেরকে সংরক্ষিত আসনে মনোনয়ন দেবে আওয়ামী লীগ। এছাড়া জনপ্রিয়তা ছিল কিন্তু আওয়ামী লীগের জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়ে পাননি সেসব নেত্রীকে গুরুত্ব দেওয়া হবে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে যেসব নেত্রী আছেন তাদেরকে এবার মনোনয়ন দেবে দলটি। এছাড়া বিভিন্ন উপকমিটিতে আছেন এমন নেত্রীদেরকে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হবে। চলতি মাসেই সংরক্ষিত আসনের এমপি নির্বাচিত করা হবে।

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেতে পারেন যারা: আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়শা খান, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, শিক্ষা সম্পাদক বেগম শামসুন নাহার (চাঁপা), কার্যনির্বাহী সদস্য পারভিন জামান কল্পনা ও মারুফা আক্তার পপি। এর বাইরে কেন্দ্রীয় নেত্রীদের মধ্যে আখতার জাহান, মেরিনা জাহান, সফুরা বেগম, হোসনে আরা লুৎফা ডালিয়াও মনোনয়ন পেতে পারেন।

পেশাগত অঙ্গনে সাফল্যের স্বীকৃতিস্বরূপ জাতীয় প্রেসক্লাবের প্রথম নারী সভাপতি ফরিদা ইয়াসমিন থাকতে পারেন এবারের সংসদে। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি অ্যাডভোকেট জেসমিন সুলতানাও পেতে পারেন মনোনয়ন। গত সংসদের সদস্য আরমা দত্ত ও খালেদ মোশাররফের কন্যা মাহজাবীন খালেদ এবারও তালিকায় থাকতে পারেন। যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক নাছিমা আক্তার, সাবেক সভাপতি নাজমা আক্তার ও সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল, সংগঠনটির ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি সাবিনা আক্তার তুহিন ও তার ছোট বোন ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমা আক্তার লাবণ্য আলোচনায় আছেন।

ধানমন্ডি থানা মহিলা আওয়ামী লীগের নেত্রী ও বঙ্গবন্ধু পরিবারের সদস্য শেখ মিলি, নৌকা নিয়ে হেরে যাওয়া কেন্দ্রীয় আওয়ামী লীগ নেত্রী সানজিদা খানমের নামও আছে আলোচনায়। এর বাইরে নৌকার মনোনয়ন পেয়েও নাগরিকত্ব জটিলতায় নির্বাচন না করতে পারা আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ এবং সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিমও পেতে পারেন মনোনয়ন।

বরাবরের মতো এবারও আঞ্চলিক নেতা বা জেলা নেতাদের মধ্যে অনেকেই ঠাঁই পেতে পারেন সংরক্ষিত আসনে। পাশাপাশি পেশাগত অঙ্গনে সফল, প্রয়াত বাবা-মায়ের দীর্ঘ রাজনৈতিক বা পেশাগত জীবনের সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাদের সন্তানদের কয়েকজনও সংরক্ষিত আসনে মনোনয়ন পেতে পারেন।

আওয়ামী লীগের শরিক জোটের মধ্যে যারা মনোনয়ন পেতে পারেন: জোট নেতাদের মধ্যে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার স্ত্রী, জাসদের সভাপতি হাসানুল হক ইনুর স্ত্রী আফরোজা হক আসতে পারেন এই সংসদে। জাসদের সাধারণ সম্পাদক শিরীন আক্তার ও জাতীয় পার্টির সভাপতি আনোয়ার হোসেন মঞ্জুর পরিবারের কেউ পেতে পারেন মনোনয়ন।

সেলিব্রেটিদের মধ্যে আলোচনা যারা: ছোট ও বড় অভিনেত্রীর মধ্যে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন প্রায় দেড় ডজন। এর মধ্যে আলোচনায় আছেন রোকেয়া প্রাচী, শমী কায়সার, সুবর্ণা মুস্তাফা, তারিন জাহান, নিপুন আক্তারসহ আরও দুই থেকে তিনজন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে আওয়ামী লীগ ২২৩, ১৪ দলীয় শরিক জাসদ একটি ও ওয়ার্কার্স পার্টি একটি, স্বতন্ত্র ৬২ আসন পেয়েছে। কল্যাণ পার্টি পেয়েছে একটি আসন। জাতীয় পার্টি ১১টি আসন পেয়েছে। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নারী আসনের ৫০টির মধ্যে আওয়ামী লীগ ৩৮টি, জাতীয় পার্টি ২টি ও স্বতন্ত্ররা ১০টি আসন পায়।

এরই মধ্যে নারী আসন বণ্টনের সুবিধার্থে সংসদে প্রতিনিধিত্বকারী দল ও স্বতন্ত্রদের কাছে ৩০ জানুয়ারির মধ্যে দলে যোগদান বা জোট করার বিষয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। ৩১ জানুয়ারি জোটবদ্ধভাবে ৪৮ আসনে মনোনয়ন দেওয়ার কথা জানিয়ে সবার সই নিয়ে ইসিতে চিঠি জমা দেয় আওয়ামী লীগ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ তাদেরকে মনোনয়ন দেবে যাদের জনপ্রিয়তা আছে। দীর্ঘদিন ধরে রাজনীতি করছে, দলের ত্যাগী, পরীক্ষিত নেতা, তার পরিবার আওয়ামী লীগের রাজনীতির করে তাদেরকে মনোনয়ন দেওয়া হবে।

(ঢাকাটাইমস/১৪ফেব্রুয়ারি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা