টানা ১১ ম্যাচ হেরে বিপিএল শেষ করল দুর্দান্ত ঢাকা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৪৪
অ- অ+

টানা হারের ক্ষত নিয়ে বিপিএল পার করল দুর্দান্ত ঢাকা। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে ১০ রানে হেরেছে তারা। টানা এগারো হারে বিপিএলের ইতিহাসে টানা হারের নতুন রেকর্ড করেছে রাজধানীর দলটি। রেকর্ড টানা ১১ ম্যাচ হেরে এবারের বিপিএল শেষ করল তারা। তাদের বিপরীতে অবস্থা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। বিপিএলের চতুর্থ পর্বের স্বাগতিকরা টিকে আছেন বিপিএলের প্লে-অফের দৌড়ে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) চ্ট্টগ্রামের ১৫৯ রানের জবাবে ১৪৯ রান করতে সক্ষম হয়েছে ঢাকা। নাঈম শেখের শম্বুকগতির ইনিংস শেষে মোসাদ্দেক হোসেন সৈকতদের ক্যামিও-ও ঢাকাকে জেতাতে পারেনি।

রান তাড়া করতে নামা ঢাকার প্রথম ২টি উইকেটই নেন চট্টগ্রামের অধিনায়ক শুভাগত হোম। টানা দুই বলে অ্যাডাম রসিংটনের পর সাব্বির হোসেনকেও ফেরান তিনি। রসিংটন ১ ও সাব্বির দেন গোল্ডেন ডাক। এরপর ধীর-স্থির নাঈম শেখকে নিয়ে ৫১ রানের জুটি গড়েন আলেক্স রস। বিমর্ষ ইনিংসে নাঈম ৩৫ বলে ২৯ রান করে শহিদুল ইসলামের শিকার হন।

ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রাখেন শন উইলিয়ামস। ৯ বলে ৯ রান করে বিলাল খানের বলে সীমানাদড়ির কাছে নিহাদুজ্জামানকে ক্যাচ দেন তিনি। তখনও লড়াই চলছিল রসের। মূলত তিনিই টানছিলেন ঢাকাকে। ৫৫ রান করে সালাউদ্দিন শাকিলের শিকারে পরিণত হন এই অস্ট্রেলিয়ান। তার ইনিংসে ছিল ৪টি চার ও ৩টি ছয়ের মার।

শেষদিকে ১৮ বলে ২৯ রান করেন মোসাদ্দেক। ইরফান শুক্কুর ৮ বলে করেন ১৪ রান। তবুও ৫ উইকেটে ১৪৯ রানের বেশি করতে পারেনি ঢাকা।

এর আগে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রান করে চট্টগ্রাম। দলের হয়ে সর্বোচ্চ ৭০ রান করেন তানজিদ হাসান তামিম। তিনিই হন ম্যাচসেরা খেলোয়াড়।

(ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরিজ হারের পর ব্যর্থতা স্বীকার করে যা বললেন মিরাজ
আলোচিত দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনের চাকরি ফেরত দেয়ার নির্দেশ
বগুড়ায় শ্বশুর ও পুত্রবধূকে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা  
পাকিস্তানি অভিনেত্রী হুমাইরা আসগরের রহস্যজনক মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা