ভৈরবে ৮ দিনব্যাপী একুশে বইমেলা শুরু 

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৯| আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৩
অ- অ+

কিশোরগঞ্জের ভৈরবে শুরু হয়েছে ৮ দিনব্যাপী ২৭তম একুশে বইমেলা। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভৈরব বাজার রাজ কাচারি প্রাঙ্গণে এ মেলা উদ্বোধন করা হয়। আগামী ২৪ ফেব্রুয়ারি সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্তি হবে মেলা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি লেখক গোলাম কুদ্দুছ। এছাড়া বইমেলা পরিষদের সভাপতি মতিউর রহমান সাগরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক ও প্রবন্ধকার ড. আকিমুন নাহার, বইমেলা পরিষদের উপদেষ্টা অধ্যাপক শরীফ উদ্দিন আহমেদ, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, মুদ্রিত বই পড়ার অভ্যাস তৈরি করতে প্রতিবছরই ভৈরবে একুশে বইমেলার আয়োজন করা হয়। একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ভাষা শহীদ ও মাতৃভাষার প্রতি সম্মান প্রদর্শন করার লক্ষ্যে ২৭ বছর আগে ভৈরবে বইমেলা আয়োজনের পরিকল্পনা করা হয় এবং বর্তমান প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলাই হলো মেলা আয়োজনের মূল উদ্দেশ্য।

ভৈরব বইমেলা পরিষদের আয়োজনে প্রতিদিনই গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব, প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এবারের মেলায় ২০টি স্টল থাকছে। প্রতিদিন সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা, গ্রন্থ আলোচনা, নতুন বইয়ের মোড়ক উন্মোচনসহ মেলার মঞ্চে নাটক মঞ্চস্থ হবে।

(ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেডএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা