আমরা কোনো কাউন্সিল ডাকিনি: চুন্নু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪৯ | প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৩৮

জাতীয় পার্টিতে রওশনপন্থি অংশের কাউন্সিল প্রসঙ্গে জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, আমরা কোনো কাউন্সিল ডাকিনিবাইরে কে কাউন্সিল ডাকলো বা না ডাকলো, এর সঙ্গে আমাদের সম্পর্ক নেই

রবিবার দুপুরে বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন

চুন্নু বলেন, বাইরে ১০টা পার্টি হতে পারে, ১০টা কমিটি হতে পারেএতে আমাদের কিছু যায় আসে নাজাতীয় পার্টি যেটা জিএম কাদেরের নেতৃত্বে, আমরা কোনো কাউন্সিল ডাকি নাইঅন্য যারা ডেকেছে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক নাই

এর আগে সকালে এক সংবাদ সম্মেলনে রওশনপন্থিরা আগামী ৬ মার্চ জাতীয় পার্টির সম্মেলনের ঘোষণা দেন

রওশনের সংবাদ সম্মেলনে জাপার কো-চেয়ারম্যান ফিরোজ রশীদ ও বাবলার উপস্থিতি প্রসঙ্গে চুন্নু বলেন, ফিরোজ রশীদকে আগেই অব্যাহতি দেওয়া হয়েছেবাবলাকে অব্যাহতি দেওয়া হয় নাই (রবিবার অব্যাহতি দেয়া হয়েছে)উনি যদি মূল দলের সঙ্গে থাকতে না চান, তাহলে আমার মনে হয় উনার পদত্যাগ করা দরকার ছিলকেন করেন নাই, আমি জানি না

সংশ্লিষ্ট খবর; সুন্দর সম্মেলন উপহার দিয়ে জাতীয় পার্টিতে প্রাণশক্তি ফিরিয়ে আনতে চাই: রওশন এরশাদ আরও পড়ুন; জিএম কাদেরকে ছেড়ে রওশন এরশাদের কাছে বাবলা আরও পড়ুন; জাতীয় পার্টি থেকে বাবলাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

বাবলা প্রসঙ্গে তিনি বলেন, যেহেতু তিনি অন্য দলে গেছেন, সেখানে বক্তব্য রেখেছেন, এটা দলীয় শৃঙখলাবিরোধীএ বিষয়ে চেয়ারম্যান সিদ্ধান্ত নিয়েছেন

জাতীয় পার্টির নামে ৪-৫টা দল আছে জানিয়ে তিনি বলেন, জাতীয় পার্টি মঞ্জু গ্রুপ, জাতীয় পার্টি কাঁঠাল গ্রুপ, সাইকেল মার্কা, মই মার্কা, এমন অনেক গ্রুপ আছেআরেকটা হতেই পারেসবার স্বাধীনতা আছেকেউ জাতীয় পার্টির নামে ব্র্যাকেটবন্দি আরেকটা দল করতেই পারেনসেখানে আমরা বাধা দিতে পারি না।

(ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :