রাজশাহীতে কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার

রাজশাহী ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:০৫| আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৪২
অ- অ+

রাজশাহীর মাদরাসা মাঠ সংলগ্ন পুকুর থেকে আগুনে পোড়া যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকাল ৯টার দিকে নগরীর হাজী মুহম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়ের পুকুরে শরীরে ব্যান্ডেজ জড়ানো লাশ ভাসতে দেখেন এলাকাবাসী। পরে ফায়ার সার্ভিস ও রাজপাড়া থানায় কল দেওয়া হয়। এরপর ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে লাশ উদ্ধার করে।

নিহত যুবকের নাম নাভিদ ইসলাম (১৫)। নাভিদ নগরীর তেরোখাদিয়া এলাকার খাদেমুল ইসলাম ও রিতা বেগমের স্কুল পড়ুয়া ছেলে।

নিহতের মা জানান, আমার ছেলে মানসিক ভারসাম্যহীন। কিছুদিন আগে নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। আজ সকাল ৭টা ১৮ মিনিটে সে হাসপাতাল থেকে পালিয়ে আসে। আমরা অনেক খোঁজাখুঁজি করে তাকে পাইনি। তার মধ্যে সবসময় আত্মহত্যা কাজ করে। সে বাঁচতে চাইতো না।

ঘটনাস্থল থেকে পুলিশ জানায়, লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

(ঢাকা টাইমস/১৯ফেব্রুয়ারি/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শব্দদূষণ রোধে জনসচেতনতার বিকল্প নেই: ডিএনসিসি প্রশাসক 
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম
তথ্য সুরক্ষিত রয়েছে: ব্র্যাক ব্যাংক  
এএসপি পলাশ সাহার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, যা জানাল র‍্যাব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা