কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনা, ছেলের পর মারা গেলেন বাবা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:০৪| আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৩০
অ- অ+

গাজীপুরের কালিয়াকৈরে জীবিকার তাগিদে স্থানীয় একটি ইটভাটায় অটোরিকশায় করে যাচ্ছিলেন বাবা-ছেলেসহ চারজন দিনমজুর। সোমবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার সূত্রাপুর ইউনিয়নের শিলাবৃষ্টি পাম্প এলাকায় অটোরিকশাটি পৌঁছালে একটি মালবাহী ট্রাক চাপা দেয়। এ ঘটনায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। এরপর চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। আরেকজনের আশংকাজনক থাকায় তাকে ঢাকার হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিহতরা হলেন, কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের ভাউমান টালাবহ গ্রামের ইয়াকুব মুন্সির ছেলে মোফাজ্জল (৬৫), একই গ্রামের আব্বাস আলী (৬৫) ও তার ছেলে ছেলে জাহিদুল ইসলাম (৪০) ও মৃত- হাসেন আলীর ছেলে শওকত আলী (৪২)। আব্বাস আলী নামে আরও একজনের মৃত্যু হয়।

এদিকে বাবা-ছেলেসহ একই গ্রামের চারজনের মৃত্যুর খবরে ওই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শোকে কাতর হয়ে পড়েছে স্বজনরা।

সূত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. সোলাইমান মিন্টু বলেন, একই গ্রামের বাসিন্দা বাবা ছেলেসহ প্রতিবেশী চারজনের মৃত্যুর ঘটনায় আমরা মর্মাহত। পুরো এলাকার মানুষের মধ্যে একটি নিস্তব্ধতা বিরাজ করছে।

(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেডএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শব্দদূষণ রোধে জনসচেতনতার বিকল্প নেই: ডিএনসিসি প্রশাসক 
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম
তথ্য সুরক্ষিত রয়েছে: ব্র্যাক ব্যাংক  
এএসপি পলাশ সাহার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, যা জানাল র‍্যাব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা