কেন্দ্রসচিবসহ দাখিলের ৫৮ ভুয়া পরীক্ষার্থী আটক 

নওগাঁ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩২| আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৪৪
অ- অ+

নওগাঁর সাপাহারে কেন্দ্রসচিবসহ মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিলের ৫৮ ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে পরীক্ষা চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে সাপাহারের সরফতুল্লাহ মাদরাসা কেন্দ্রে অভিযান চালিয়ে তাদের আটক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ হোসেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর জেলা প্রশাসক গোলাম মওলা।

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, সাপাহার সরফতুল্লাহ কেন্দ্রে এ বছর দাখিল পরীক্ষায় ৪০টি প্রতিষ্ঠানের ৭৭৭ পরীক্ষার্থীর সিট পড়েছে। এ কেন্দ্রের ২০টি কক্ষে ৭৫৭ জন পরীক্ষার্থী আজ আরবি দ্বিতীয়পত্রের পরীক্ষায় অংশগ্রহণ করে। আজ সকালে ওই কেন্দ্র পরিদর্শনে যান ইউএনও। এরপর এডমিট কার্ডের সঙ্গে পরীক্ষার্থীদের কোনো মিল না থাকায় কেন্দ্রসচিবসহ ৫৮ জন ভুয়া শিক্ষার্থীকে আটক করা হয়। এরমধ্যে ছাত্র ১৫ জন আর ছাত্রী ৪৪ জন।

সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন বলেন, এডমিট কার্ডের সঙ্গে মিল না থাকায় এখন পর্যন্ত ৫৮ জন ভুয়া দাখিল পরীক্ষার্থীকে শনাক্ত করে আটক করা হয়েছে। ওই কেন্দ্রে যেসকল মাদরাসার পরীক্ষার্থীদের সিট পড়েছে, সেসব মাদরাসার সুপারকে তলব করা হয়েছে। তারা এসে এসব শিক্ষার্থীদের পুনরায় শনাক্ত করবে।

(ঢাকাটাইমস/২০ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেডএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শব্দদূষণ রোধে জনসচেতনতার বিকল্প নেই: ডিএনসিসি প্রশাসক 
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম
তথ্য সুরক্ষিত রয়েছে: ব্র্যাক ব্যাংক  
এএসপি পলাশ সাহার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, যা জানাল র‍্যাব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা