তিন বগি ফেলেই চলে গেল জামালপুর এক্সপ্রেস, রেল যোগাযোগ বন্ধ

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৩৬| আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪০
অ- অ+

চলন্ত অবস্থায় খুলে যাওয়া ৩টি কোচ রেখেই চলে গেছে ঢাকা থেকে ছেড়ে যাওয়া জামালপুর এক্সপ্রেস। ট্রেন চলে গেলেও ৩টি কোচ পড়ে আছে ময়মনসিংহের গফরগাঁওয়ের ধলা স্টেশনের কাছে।

মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে। এতে করে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশন মাস্টার নাজমুল হক বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেনটি পথিমধ্যে গফরগাঁও-আওলিয়া নগরের মাঝামাঝি বালিপাড়া এলাকায় আসতেই পেছন থেকে তিনটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি আরও বলেন, দ্রুত ট্রেনটির সঙ্গে বগি তিনটি জোড়া লাগানোর পর ট্রেনটি রওনা হয়।

(ঢাকাটাইমস/২০ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
একনেকে ৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
শব্দদূষণ রোধে জনসচেতনতার বিকল্প নেই: ডিএনসিসি প্রশাসক 
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম
তথ্য সুরক্ষিত রয়েছে: ব্র্যাক ব্যাংক  
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা