ভাষার বার্তা

ম. রাশেদুল হাসান খান
| আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২২ | প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫৮

ভেবে দেখেছো কি? এই অদম্য ভাষার বাহক কে?

কি বার্তা পৌঁছে দেয়? ইথারে!

বাচিক ভাব প্রকাশই হচ্ছে ভাষার অন্যতম মাধ্যম

অর্থবহ আবেগের প্রকাশ ও বিনিময়েই যার শেষ গন্তব্য থিতু হয় নি:শব্দে।

কাল থেকে কালাান্তরের ধর্ম, শিক্ষা, বাণিজ্যের প্রসার-প্রচারে

ভাষার প্রায়োগিক প্রচলনে প্রস্ফুটিত হয়ে থাকে সমাজের কৃষ্টি-সংষ্কৃতি সগৌরবে।

সম্পর্কের এই বন্ধনে ভাষা ক্রমশ: নিজস্ব পথ খুঁজে পায় মেঠোপথ থেকে মহাসড়কে

আন্তর্জাতিক পরিমন্ডলের নিগূঢ় বুনটে কিংবা অধুনা আন্তর্জালে-তথ্য বাতায়নে।

বিপ্লবী ভাষার উদ্দীপনায়, যুবারা সর্বাগ্রেপ্রস্তুত উমত্ত আবেগে

প্রয়োজনে ঝাঁপিয়ে পরে বহ্নিমুখে, আশু পরিনতি উপেক্ষা করে।

ঐক্যমতের, সন্ধির, সমঝোতার, নতজানুতার আবব্ধের শৃংখলে,

বিচ্ছেদের সূরের অপ্রত্যাশিত অপরিণত সম্পর্কের অযাচিত স্থলেনেও

ভাষার বলিষ্ঠ দেয়ালের উচ্চতা একাকি ঠায় দাঁড়িয়ে রয় কৌশলী ‘লিখা’ কিংবা ‘বলা’র মারপ্যাঁচে।

(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/জেডএম)

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :