কবিতা

কেষ্ট বাবুর কষ্ট

জানে আলম মুনশী
 | প্রকাশিত : ৩০ মে ২০২৪, ০৯:৪৬

কেষ্ট বাবু কষ্ট করে

মাছ বাজারে যায়

হাতে ছিল সোনার আংটি

কৌশলে দেখায়

আঙ্গুল তুল বলে বাবু, কত?

হবে তো মাছ তাজা?

গিন্নীর আজকে ইচ্ছা হইছে

খাইবে ইলিশ ভাজা

জেলে মশাইর একটা ছিল

সোনায় বাঁধা দাঁত,

সোনার দাঁতের হাসি দেখে

বাবু কুপোকাত

বাজারেতে মাছ নাই বাবু

দাম পড়িবে চড়া,

বাড়ি এসে দেখেন বাবু

মাছটা হলো মরা

বাবু যখন বুঝতে পারেন

তখন কি আর করা,

অধিক দামে মাছ কিনিয়া

খাইলেন একটা ধরা

গিন্নি দেখে তেলে-বেগুন

মারতে এলো তেড়ে,

কেষ্ট বাবু কষ্ট পেয়ে

গেলেন বাড়ি ছেড়ে

যেই বাজারে যাহা চলে

বিক্রি করেন তাই,

মাছ বাজারে সোনার আংটি

বিক্রি করতে নাই

লেখক: পুলিশ কর্মকর্তা

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :