চুয়াডাঙ্গায় মাঠ থেকে যুবকের মরদেহ উদ্ধার
চুয়াডাঙ্গার জীবননগরে ফসলের মাঠ থেকে মজনু খাঁ ওরফে ফজলু মিয়া (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে জীবননগর উপজেলার সন্তোসপুর ও ধোপাখালী গ্রামের মাঝে কাবলির চরা নামক মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে ফজলু ও তার ফুফাতো ভাই জব্বার পাখিভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। বুধবার সকালে জীবননগর উপজেলার সন্তোসপুর ও ধোপাখালী গ্রামের মাঝে কাবলির চরা নামক মাঠে ফজলুকে পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ফজলুকে মৃত ঘোষণা করেন।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবিদ হাসান বলেন, সন্তোসপুর-ধোপাখালী গ্রামের মাঝে মাঠের মধ্যে যুবকের মরদেহ উদ্ধারের ঘটনা শুনেছি। শোনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। (ঢাকা টাইমস/২১ফেব্রুয়ারি/প্রতিনিধি/এসএ)
মন্তব্য করুন