আসন্ন রমজানকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় ডিসির বাজার মনিটরিং

আসন্ন রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ব্রাহ্মণবাড়িয়ায় বাজার মনিটরিং করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
বৃহস্পতিবার জেলা শহরের জগৎবাজার, সড়ক বাজার ও আনন্দবাজার পরিদর্শন করে ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলেন তিনি।
তিনি বলেন, রমজানকে সামনে রেখে কোনো ব্যবসায়ী বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করলে তাদেরকে আইনের আওতায় আনা হবে।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল-মামুন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম শেখসহ অনেকে উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন