গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

গাজীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২১
অ- অ+

গাজীপুরের কোনাবাড়িতে ঝুটের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে আমবাগ এলাকায় আগুনের এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, প্রথমে আমবাগ এলাকার জনৈক শরিফের ঝুট গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পড়ে পাশের আরও একটি ঝুট গুদামে। গুদামের আশপাশে বসতবাড়ি থাকায় আতঙ্কে অনেকেই বাসাবাড়ির মালামাল সরিয়ে নিচ্ছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, আগুনের খবর পেয়ে প্রথমে কোনাবাড়ি মর্ডান ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে শুরু করে। বাতাসে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনায় কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট যোগ দেয় এবং আরেকটি ইউনিট নিয়ে আমি ঘটনাস্থলে যাচ্ছি। এ ঘটনায় এখন পর্যন্ত কোন হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ তদন্তের পর জানা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

(ঢাকা টাইমস/২২ফেব্রুয়ারি/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শব্দদূষণ রোধে জনসচেতনতার বিকল্প নেই: ডিএনসিসি প্রশাসক 
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম
তথ্য সুরক্ষিত রয়েছে: ব্র্যাক ব্যাংক  
এএসপি পলাশ সাহার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, যা জানাল র‍্যাব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা