র্যাবের যে ৫০ জন পাচ্ছেন ‘বিপিএম’ ‘পিপিএম’

বাহিনীতে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ এ বছর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ৫০ জন কর্মকর্তা ও সদস্য ‘বিপিএম’ (বাংলাদেশ পুলিশ পদক) ও ‘পিপিএম’ (রাষ্ট্রপতি পুলিশ পদক) পদক পাচ্ছেন। এই তালিকায় সাবেক অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) ব্রিগেডিয়ার জেনারেল কামরুল হাসানসহ নয়জন ব্যাটালিয়ন অধিনায়ক (সিও), পাঁচজন পরিচালক ও বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। এছাড়া দুইজন পাচ্ছেন মরণোত্তর বিপিএম সাহসিকতা পদক।
বিপিএম পদক পাচ্ছেন নয়জন। তারা হলেন- সাবেক এডিজি কামরুল হাসান, কর্পোরাল আনিচুর রহমান (মরণোত্তর) ও কনস্টেবল মো. মোমিনুল ইসলাম (মরণোত্তর), র্যাব-১৪ অধিনায়ক মোহাম্মদ মহিবুল ইসলাম খান, র্যাব-১০ অধিনায়ক ফরিদ উদ্দিন, র্যাব-৭ অধিনায়ক লে. কর্নেল মাহবুব আলম, র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন, র্যাব-১৫ অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন ও র্যাব-৬ অধিনায়ক ফিরোজ কবীর।
বিপিএম সেবা পাচ্ছেন ১৪ জন। এই তালিকায় আছেন- র্যাব-১২ অধিনায়ক মারুফ হোসেন, লে. কর্নেল মাহমুদুল হাসান, র্যাব-৪ অধিনায়ক মোহাম্মদ লে. কর্নেল আবদুর রহমান, র্যাব-৯ অধিনায়ক উইং কমান্ডার মো. মোমিনুল হক, র্যাব-১৩ অধিনায়ক কমান্ডার আরাফাত ইসলাম, র্যাব-৩ মেজর জুলকার নায়েন প্রিন্স, র্যাব-৮ মেজর জাহাঙ্গীর আলম, র্যাব-১১ মেজর সানরিয়া চৌধুরী, মেজর রিফাত বিন আসাদ, গোয়েন্দা শাখার উপ-পরিচালক মেজর শেখ ইউসুফ আহমেদ, র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার রাকিব মাহমুদ খান, র্যাব সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার এ এইচ এম মনজুর মোর্শেদ, র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান ও র্যাব-১৪ আনোয়ার হোসেন।
পিপিএম পদক পাচ্ছেন ১১ জন সদস্য। তারা হলেন- র্যাব-১০ এর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান, সদরদপ্তরের মেজর নুর এ শহীদ ফারাবী, র্যাব-১৩ মেজর সরফরাজ আখতার, র্যাব-১০ এর উপপরিচালক আমিনুল ইসলাম, র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম সারোয়ার হুসাইন, র্যাব-৫ এর ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খান, র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার নোমান আহমদ, র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার পারভেজ রানা, র্যাব সদরদপ্তরের সহকারী পুলিশ সুপার রকিবুল হাসান, র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার জামিলুল হক, র্যাব-১২ কনস্টেবল কৃষ্ণ চন্দ্র এবং র্যাব-৬ এর সৈনিক নাজমুল হোসেন।
এছাড়া পিপিএম সেবা পাচ্ছেন- সদরদপ্তরের পরিচালক লে. কর্নেল মীর আসাদুল আলম, পরিচালক উইং কমান্ডার মো. রোকনুজ্জামান, র্যাব-১ এর মেজর মাসুদ হায়দার, সদরদপ্তরের মেজর এ এইচ এম আদনান তফাদার, মেজর এ এস এম মাঈদুল ইসলাম, মেজর মো. মশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব হোসেন কাজল, অতিরিক্ত পুলিশ সুপার নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল চৌধুরী, র্যাব-৭ পতেঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল, র্যাব-১১ এর লে. কমান্ডার মাহমুদুল হাসান, র্যাবের কমিউনিকেশন অ্যান্ড এমআইএস উইংয়ের স্কোয়াড্রন লিডার জেহাদী হাসান, র্যাব-৭ এর স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম, র্যাব-২ এর স্কোয়াড্রন লিডার সানোয়ার হোসেন, র্যাব-১২ এর এসআই উত্তম কুমার রায়।
আগামী ২৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরকে পদক পরিয়ে দিবেন। এ বছর ৪০০ জন কর্মকর্তা ও সদস্য পদকে ভূষিত হয়েছেন।
(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/এসএস/এসআইএস)

মন্তব্য করুন