ফেব্রুয়ারিতে বাড়ল রেমিট্যান্স প্রবাহ

​​​​​​​নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩৪

চলতি মাসের প্রথম ২৩ দিনে দেশে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ১৬৪ কোটি ৬১ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে কোটি ১৬ লাখ ডলার রেমিট্যান্স, যা গত জানুয়ারির প্রথম ২৩ দিনের চেয়ে বেশি। রবিবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম ২৩দিনে ১৬৪ কোটি ৬১ লাখ ডলার এসেছে। এর মধ্যে প্রথম সপ্তাহে ( থেকে ফেব্রুয়ারি) রেমিট্যান্স এসেছিল কোটি ১১ লাখ ৪০ হাজার ডলার। রেমিট্যান্স দ্বিতীয় সপ্তাহে ( থেকে ফেব্রুয়ারি) ৫৬ কোটি লাখ ৩০ হাজার ডলার, তৃতীয় সপ্তাহে (১০ থেকে ১৬ ফেব্রুয়ারি) ৫১ কোটি ৮২ লাখ ১০ হাজার ডলার এবং চতুর্থ সপ্তাহে (১৭ থেকে ২৩ জানুয়ারি) ৪৯ কোটি ৬১ লাখ ২০ ডলার এসেছে।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম ২৩ দিনে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে ১৭ কোটি ৫৫ লাখ ২০ হাজার ডলার, দুই বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ছয় কোটি ৩০ লাখ ১০ হাজার ডলার, বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে ১৪০ কোটি ৪০ লাখ ৯০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৩৪ লাখ ৮০ হাজার ডলার প্রবাসী আয় দেশে এসেছে।

অন্যান্য সময়ের মতো এবারে ইসলামী ব্যাংকের মাধ্যমে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে। ফেব্রুয়ারিতে ব্যাংকটির মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৩৬ কোটি ৯৪ লাখ ডলার। এরপরেই রয়েছে ন্যাশনাল ব্যাংকের অবস্থান। ব্যাংকটির মাধ্যমে ২২ কোটি এক লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। ছাড়া সোশ্যাল ইসলামী ব্যাংকের মাধ্যমে ১৮ কোটি পাঁচ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। ছাড়া সাউর্থ ইস্ট ব্যাংকের মাধ্যমে ছয় কোটি ১৪ লাখ ১০ হাজার ডলার, ব্র্যাক ব্যাংকের চার কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলার, ট্রাস্ট ব্যাংকের চার কোটি ২০ লাখ ডলার এবং শাহজালার ব্যাংকের চার কোটি ১৯ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

চলতি বছরের (২০২৪ সাল) জানুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ২১০ কোটি লাখ ৫০ হাজার ডলার। গত ২০২৩ সালের ডিসেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৯৯ কোটি ১২ লাখ ৬০ হাজার ডলার। আগের মাস নভেম্বরে রেমিট্যান্স এসেছে ১৯৩ কোটি ৪০ হাজার ডলার, অক্টোবরে ১৯৭ কোটি ১৪ লাখ ৩০ হাজার ডলার, সেপ্টেম্বরে ১৩৩ কোটি ৪৩ লাখ ৫০ হাজার ডলার, আগস্টে ১৫৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার ডলার, জুলাইয়ে ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার, জুনে ২১৯ কোটি ৯০ লাখ ৮০ হাজার ডলার, মেতে ১৬৯ কোটি ১৬ লাখ ৬০ হাজার ডলার, এপ্রিলে ১৬৮ কোটি ৪৯ লাখ ১০ হাজার ডলার, মার্চে ২০২ কোটি ২৪ লাখ ৭০ হাজার ডলার, ফেব্রুয়ারিতে ১৫৬ কোটি লাখ ৮০ হাজার ডলার এবং জানুয়ারিতে ১৯৫ কোটি ৮৮ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/কেএ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

পুনর্নিয়োগ পাওয়ায় বিএসইসি চেয়ারম্যানকে এবিবি প্রধানের শুভেচ্ছা

পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিলো ভারত

এক হাজার টাকা কৃষিঋণে কেউ জেলে, ১০ হাজার কোটি টাকার ঋণখেলাপি সরকারের পাশে: ফরাসউদ্দিন

টানা অষ্টমবার কমলো স্বর্ণের দাম

বিএইচবিএফসিতে নতুন ডিএমডি এবং জিএমের যোগদান

বাংলাদেশ কমার্স ব্যাংকের BAMLCO সম্মেলন অনুষ্ঠিত 

  ইসলামী ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স গ্রহণ করে গাড়ি জিতলেন কাপাসিয়ার মুঞ্জিল 

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অফিসারদের নিয়ে ‘রিফ্রেশার্স ট্রেইনিং কোর্স’ অনুষ্ঠিত

শ্রমজীবী মানুষের মাঝে ‘ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাব’ এর পানি ও খাবার স্যালাইন বিতরণ 

এপ্রিলে প্রবাসী আয় ১৯০ কোটি ডলার

এই বিভাগের সব খবর

শিরোনাম :