বাবুগঞ্জে ৬০০ কেজি জাটকাসহ দুজন আটক

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:০৩

বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়ক ও মীরগঞ্জ বাজারে মাছের আড়তে অভিযান চালিয়ে ৬০০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। এ সময় দুই ব্যক্তিকে আটক করা হয়।

রবিবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত উপজেলা মৎস্য অধিদপ্তর, র‌্যাব-৮ ও আনসার ব্যাটালিয়ানের যৌথভাবে অভিযান চালানো হয় বলে জানান উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে ৬০০ কেজি জাটকা জব্দ করা হয়। যারা এসব কার্যক্রম করে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের মধ্যে বরিশালের উজিরপুর উপজেলার মো. সুমন ও মো. জালাল সিকদার নামে দুই ব্যক্তিকে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ ধারায় পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুব্রত বিশ্বাস দাস। পরে জব্দকৃত জাটকাগুলো উপজেলার বিভিন্ন এতিমখানা এবং স্থানীয় গরিব-দুঃখীদের মাঝে বিতরণ করা হয়।

(ঢাকা টাইমস/২৬ফেব্রুয়ারি/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :