বেইলি রোডের আগুনে এক সাংবাদিক নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ মার্চ ২০২৪, ০৯:৪৯
অ- অ+

রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজে কাচ্চি ভাই রেস্টুরেন্টের আগুনে এক সাংবাদিক নিহত হয়েছেন।

নিহতের নাম তুষার হাওলাদার (২৪)। তিনি স্টার টেক নামে একটি অনলাইন মাল্টিমিডিয়াতে ভিডিও জার্নালিস্ট হিসেবে কর্মরত ছিলেন। এর আগে দ্যা রিপোর্টডটলাইভে মাল্টিমিডিয়ায় কাজ করতেন।

তুষারের সহপাঠী জিন্নাত জসওয়া ঢাকা টাইমসকে বলেন, “সে ড্যাফোডিল থেকে সাংবাদিকতা বিভাগে অনার্স পাস করেছে। গতকাল বাংলামোটরের অফিস থেকে বের হয়ে বেইলি রোডে খাবার খেতে যায় বন্ধুদের সঙ্গে। আর সেখানেই অগ্নিদর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারায়।”

তুষার হাওলাদার ঝালকাঠি জেলার দীনেশ হাওলাদারে ছেলে।

বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে বেইলি রোডে গ্রিন কোজি কটেজে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আসে ভয়াবহ এ আগুন। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৪ জন নিহতের তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

(ঢাকাটাইমস/০১মার্চ/এএম/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিপিএলের ফাইনালে বরিশালের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে চিটাগং
জাজিরায় মা ও সৎবাবার নির্যাতনে শিশুর মৃত্যু
অভিনেত্রী শাওন ও সাবাকে পরিবারের জিম্মায় ছেড়ে দিলো ডিবি 
বগুড়ায় আ.লীগ, জাতীয় পার্টি ও জাসদ অফিস গুঁড়িয়ে দিয়েছে জনতা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা