কোটা সংস্কার আন্দোলন: আফতাবনগরে শিক্ষার্থী, যাত্রাবাড়ীতে রিকশাচালক নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ জুলাই ২০২৪, ১৮:৫৯
অ- অ+

সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংর্ঘষে রাজধানীর আফতাবনগরে এক শিক্ষার্থী ও যাত্রাবাড়ীতে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে আফতাবনগরে পুলিশের সঙ্গে সংঘর্ষে ঢাকা ইম্পেরিয়াল কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র জিল্লুর শেখ নিহত হন। আফতাবনগরে একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতেন জিল্লুর। নিহতের বাবা ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় ঢাকা ইম্পেরিয়াল কলেজের পরিচালনা পরিষদ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

অন্যদিকে বিকাল ৪টার দিকে যাত্রাবাড়ীতে পুলিশ ও কোটাবিরোধীদের সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হন এক রিকশাচালক। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তথ্যের সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

রিকশাচালককে হাসপাতালে নিয়ে আসা পথচারী রেজাউল ইসলাম অনিক ও সৌরভ জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে পুলিশের সঙ্গে কোটা আন্দোলনকারীদের সংঘর্ষ চলছিল। সে সময়ে পুলিশের গুলিতে রিকশাচালক আহত হয়ে রাস্তায় পড়ে যান। আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা সন্ধ্যা পৌনে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

একই দিনে সংঘর্ষে উত্তরার ছয়জন, বাড্ডায় একজন ও ধানমন্ডিতে একজন নিহতের খবর পাওয়া গেছে।

(ঢাকাটাইমস/১৮জুলাই/এলএম/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এনআরবিসি ব্যাংকের ২০০তম পর্ষদ সভা অনুষ্ঠিত
পঞ্চগড় সদর বিএনপির সম্মেলন: সভাপতি দাউদ, সম্পাদক বাবু
এডিবি-আইএমএফের সহায়তা ছাড়াই বাস্তবসম্মত বাজেট দেওয়া সম্ভব: অর্থ উপদেষ্টা
বগুড়ায় বজ্রপাতে ২ ভাইয়ের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা