আখাউড়ায় মাটি খুঁড়তে গিয়ে মিলল মর্টারশেল সদৃশ বস্তু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাটি খুঁড়তে গিয়ে একটি মর্টারশেল সদৃশ বস্তু পাওয়া গেছে।
সোমবার সকালে উপজেলার উত্তর ইউনিয়নের চানপুর গ্রামের কৃষক হাসেম মিয়ার বাড়ির আঙ্গিনায় মাটির নিচে এটি পাওয়া যায়।
খবর পেয়ে বন্তুটি উদ্ধার করতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।
উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসেম মিয়া বাড়ির পাশে মাটি খুঁড়তে গিয়ে এক দেড় ফুট লম্বা একটি গোলাকার বস্তু দেখতে পান। পরে আশেপাশের লোকজন এসে বস্তুটি দেখে মর্টারশেল ধারণা করে আখাউড়া থানা পুলিশকে জানান।
এ ব্যাপারে জানতে চাইলে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরে আলম বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/০৪মার্চ/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন