ঢামেকে র্যাবের অভিযানে ৫৮ দালাল আটক
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
প্রকাশিত : ০৪ মার্চ ২০২৪, ১৫:২৫| আপডেট : ০৪ মার্চ ২০২৪, ২১:২৭

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অভিযান চালিয়ে ৫৮ দালালকে আটক করেছে র্যাব-৩ এর গোয়েন্দা দল। সোমবার সকাল থেকে ঢামেক হাসপাতালের বিভিন্ন বিভাগ থেকে তাদেরকে আটক করা হয়।
সেবা নিতে আসা রোগীদের ভর্তিসহ বিভিন্ন কাজে হয়রানির মাধ্যমে অর্থ আদায় এবং কমিশন লাভের জন্য রাজধানীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে রোগী পাঠিয়ে কমিশন নিতেন তারা।
র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, আটকদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও বিভিন্ন সাজা দেওয়া হয়েছে।
(ঢাকাটাইমস/০৪মার্চ/এসএম)

মন্তব্য করুন