সাংবাদিকের কারাদণ্ড: সুষ্ঠু তদন্তের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

ভ্রাম্যমাণ আদালতে দৈনিক দেশ রূপান্তরের নকলা উপজেলা প্রতিনিধি শফিউজ্জামান রানার কারাদণ্ডের বিষয়ে সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, ঘটনাটি তিনি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন। প্রতিমন্ত্রী ইতিমধ্যেই এই ঘটনার বিষয়ে প্রধান তথ্য কমিশনার (সিআইসি) মো. আব্দুল মালেকের সঙ্গে কথা বলেছেন এবং এটি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন।
রবিবার একটি অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
প্রধান তথ্য কমিশনার প্রতিমন্ত্রীকে জানিয়েছেন, কমিশন ইতিমধ্যে তথ্য অধিকার আইন-২০০৯ অনুযায়ী বিষয়টি তদন্ত করার জন্য তথ্য কমিশনার শহিদুল আলম ঝিনুককে নির্দেশ দিয়েছে।
আব্দুল মালেক জানান, ঝিনুক আজ শেরপুরের নকলা উপজেলা ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করবেন এবং আগামীকাল এ বিষয়ে প্রতিবেদন জমা দেবেন।
এর আগে একটি দৈনিক পত্রিকার প্রথম পৃষ্ঠায় ‘তথ্য চেয়ে আবেদন করে দেশ রূপান্তরের সাংবাদিক জেলে’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পরে কমিশন ঘটনার তদন্তের জন্য ঝিনুককে দায়িত্ব দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শফিউজ্জামান রানার পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, নকলা উপজেলা নির্বাহী অফিসারের কাছে তথ্যপ্রযুক্তি আইনে তথ্য চাওয়ায় গত ৫ মার্চ ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দেন।(ঢাকাটাইমস/১০মার্চ/এফএ)

মন্তব্য করুন