মানিকগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ মার্চ ২০২৪, ১৪:২৫| আপডেট : ১১ মার্চ ২০২৪, ১৪:৩০
অ- অ+

মানিকগঞ্জের সিঙ্গাইরে জমি সংক্রান্ত বিষয়ের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন। রবিবার বিকাল ৩টার দিকে সিঙ্গাইর উপজেলার জামির্তা ইউনিয়নের মধুরচর গ্রামে এ ঘটনা ঘটে। পরে সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম।

নিহত ব্যক্তির নাম কোহেল মুন্সী (৬০)। তিনি উপজেলার জামির্তা ইউনিয়নের মধুরচর গ্রামের মৃত ইন্তাজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কোহেল মুন্সী ও তার বড় ভাই ইসলাম মুন্সীর মধ্যে বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তারই সূত্র ধরে রবিবার বিকালে ছোট ভাই কোহেল মুন্সী বড় ভাইয়ের বাড়ির সীমানার বেড়ার পাশে নতুন করে বেড়া দিতে গেলে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বড় ভাইয়ের হাতে থাকা একটি লোহার শাবল দিয়ে ছোট ভাই কোহেল মুন্সীর মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। কোহেল মুন্সীকে বাঁচাতে তার স্ত্রী সাফিয়া বেগম ও ছেলে শাহিনুর মুন্সী এগিয়ে আসলে তাদেরকেও এলোপাথাড়ি মারপিট করে জখম করে ইসলাম মুন্সী ও তার স্ত্রী কুলসুম বেগম, মেয়ে রোজিনা আক্তার ও ছেলে হৃদয় মুন্সী।

পরে স্থানীয়রা তাদেরকে দ্রুত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে কোহেল মুন্সী মৃত্যুবরণ করেন। বর্তমানে মৃত কোহেল মুন্সীর স্ত্রী সাফিয়া বেগম আশঙ্কাজনক অবস্থায় আছেন বলে জানা গেছে। ওসি জিয়ারুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন আছে। তবে ইসলাম মুন্সীর মেয়ে রোজিনাকে আটক করা হয়েছে। পলাতকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

(ঢাকা টাইমস/১১মার্চ/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা