সুনামগঞ্জে বাড়ির সীমানা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত অর্ধশতাধিক 

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  প্রকাশিত : ১১ মার্চ ২০২৪, ২৩:৩১
অ- অ+

সুনামগঞ্জের শাল্লায় বাড়ির সীমানা নিয়ে দুপক্ষের সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। গুরুতর আহত ৯ জনকে শাল্লা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেলে প্রেরণ করা হয়।

সোমবার সকালে উপজেলার কান্দিগাঁও গ্রামে বাড়ির সীমানা নিয়ে সেন্টু মিয়া ও মালেক মিয়া পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ৪ জন পুলিশ সদস্যসহ ৫২ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, শাল্লা ইউপির কান্দিগাঁও গ্রামে বাড়ির সীমানা নিয়ে সেন্টু মিয়া ও মালেক মিয়ার মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সাত্তার মিয়া ও সাবেক মেম্বার এবং উপজেলা কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেক মিয়া গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা যায়, কান্দিগাঁও গ্রামে মারামারিতে উভয়ের মধ্যে ৫২ জন আহত। এর মধ্যে পুলিশ সদস্য ৪ জন রয়েছে। আহতদের মধ্যে গুরুতর ৯ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে। বাকিদের চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (সার্কেল) শহিদুল হক মুন্সি জানান, বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষ ৪ জন পুলিশ সদস্য আহত হয়েছে। সংঘর্ষ থামাতে ৭ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করা হয়। এই পর্যন্ত ২০ জনকে আটক করা হয়েছে।

(ঢাকাটাইমস/১১মার্চ/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কারাগারে সেলিনা হায়াৎ আইভী, যে মামলায় গ্রেপ্তার
মির্জাপুরে উদ্ধার হওয়া গরু ফিরিয়ে দিতে ৫০ হাজার টাকা চাইলেন এসআই
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর: তাদের বিরুদ্ধে এত অভিযোগ, তবুও বহাল...
পাকিস্তান থেকে চার্টার্ড ফ্লাইটে ফেরানো হবে রিশাদ ও নাহিদকে!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা