অনৈতিক সম্পর্কের জেরে দুই বন্ধু মিলে হত্যা করে কল্পনাকে: পিবিআই

গাজীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ মার্চ ২০২৪, ২০:৪১
অ- অ+

দুই বন্ধু মাহবুব ও মোশারফ। একই গ্রামের বাসিন্দা তারা। একসঙ্গে দুজনে মিলে চাকরি করতেন কাশিমপুর ও আশুলিয়া এলাকার বিভিন্ন কারখানায়। চাকরিকালীন কল্পনা আক্তার (৩২) নামের এক নারীর সঙ্গে পরিচয় হয় তাদের। পরে পর্যায়ক্রমে সুসম্পর্ক তৈরী হয় তাদের। এক পর্যায়ে কল্পনার সঙ্গে সাক্ষাত ও টাকার বিনিময়ে অনৈতিক সম্পর্ক স্থাপন করতেন তারা।

এক পর্যায়ে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ‘শারীরিক সম্পর্কের পর লেনদেন নিয়ে’ ঝগড়া হলে শ্বাসরোধে ওই দুই বন্ধুই হত্যা করে কল্পনাকে।

মঙ্গলবার দুপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)’র গাজীপুর ইউনিট ইনচার্জ পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান কল্পনা হত্যার বিস্তারিত তুলে ধরেন।

এ ঘটনায় নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার তেঁতুলিয়া গ্রামের জাহিদুল হাসানের ছেলে মো. মাহবুব আলম (২৯) ও একই গ্রামের আবুল কালাম চৌধুরীর ছেলে মো. মোশারফ হোসেনকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে।

প্রথমে মাহবুবকে গত সোমবার (১১ই মার্চ) রাত সাড়ে ১০টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্য মতে সাভারের আশুলিয়া থানার আমতলা কাঠগড়া এলাকা থেকে মঙ্গলবার (১২ই মার্চ) রাতে মোশারফকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান জানান, গাজীপুর মেট্টোপলিটন পুলিশের কাশিমপুর থানা পুলিশ ২০২১ সালের ২ মার্চ দুপুরে ১টার দিকে পানিশাইল গ্রামের জিরানী ডাক প্রশিক্ষণ কেন্দ্রের পুকুর থেকে অজ্ঞাতনামা অর্ধ উলঙ্গ এক নারীর মরদেহ উদ্ধার করে।

মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় এবং থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলা রুজুর পর ৮ মাস কাশিমপুর থানা পুলিশ মামলাটির তদন্ত করে কোনো রহস্য উদঘাটন করতে না পারলে পিবিআই গাজীপুর ইউনিট মামলাটি তদন্তভার পায়।

পিবিআই সকল তথ্য সংগ্রহ, বিশ্লেষণ করে ও তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মাহবুবকে প্রথমে গাজীপুরের শ্রীপুরের নয়নপুর এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে মাহবুবের দেয়া তথ্যমতে সাভারের আশুলিয়া থেকে মোশারফকে গ্রেফতার করে।

গ্রেপ্তারের পর আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা কাশিমপুর ও আশুলিয়া এলাকার বিভিন্ন গার্মেন্টস কারখানায় চাকরি করার সুবাদে কল্পনা আক্তার কল্পনার সঙ্গে পরিচয় ও ভালো সম্পর্ক তৈরি হয়। সেই সুবাধে তারা অনৈতিক সম্পর্ক করতেন। অনৈতিক সম্পর্ক করতে গিয়েই ঝগড়ার এক পর্যায়ের তারা কল্পনাকে হত্যা করেন।

(ঢাকাটাইমস/১২মার্চ/এমএইচ/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা