দুই জেলায় নতুন এডিসি, দুই অতিরিক্ত সচিবকে বদলি

অতিরিক্ত সচিব পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক তাপস কুমার বিশ্বাসকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ে এবং টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) সদস্য মো. মোশাররফ হোসেনকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ে পদায়ন করা হলো।
এছাড়া পৃথক আরেক প্রজ্ঞাপনে কিশোরগঞ্জের ভৈরবের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম গোলাম মোর্শেদ খানকে চট্টগ্রাম এবং যশোর ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডলকে খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
(ঢাকাটাইমস/১৩মার্চ/এসএস/কেএম)

মন্তব্য করুন