মাগুরায় রেললাইন নির্মাণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

মাগুরায় রামনগর ঠাকুরবাড়ী নির্মাণাধীন রেলস্টেশন প্রাঙ্গণে রেললাইন নির্মাণ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ বাবদ তিন কোটি ৮৩ লাখ টাকার ৫২টি চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ রেলওয়ে মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা পর্যন্ত জমি অধিগ্রহণের দ্বিতীয় পর্যায়ে ক্ষতিপূরণের ৫২টি চেক বিতরণ করা হয়। বাকি চেকগুলো দ্রুত দেওয়ার দাবি জানান এলাকাবাসী।
জেলা প্রশাসক বলেন, জনবল কম এবং কাগজপত্র যাচাই বাছাইয়ে একটু সময় লাগছে। যে জমিতে ঝামেলা আছে ওই সকল জমির চেক ব্যতীত বাকি চেকগুলো ঈদের আগে দেওয়ার চেষ্টা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আবু নাসর বেগ, অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার বিশ্বাস, প্রকল্প পরিচালক মো. আছাদুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান ও ক্ষতিগ্রস্ত উপকারভোগীরা।(ঢাকা টাইমস/১৪মার্চ/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন