মীরহাজিরবাগে ব্যবসায়ীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৫ মার্চ ২০২৪, ১০:১২

রাজধানীর যাত্রাবাড়ীর মীরহাজিরবাগে এক ব্যবসায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দক্ষিণ যাত্রাবাড়ীর মীরহাজিরবাগের একটি বাসার পঞ্চম তলায় এ ঘটনা ঘটে।

মৃত ব্যবসায়ীর নাম জুয়েল মোল্লা (৩৫)। তিনি রাজধানী সুপার মার্কেটের কাপড়ের ব্যবসায়ী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ বলেন, “সংবাদ পেয়ে ইফতারের পরপরই ওই বাসার দরজা ভেঙে গলায় চাদর পেঁচানো ফ্যানের সঙ্গে ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি রাত পৌনে ১২টার দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।”

তিনি আরও বলেন, “প্রাথমিক তদন্তে আমরা জানতে পারি, নিহত ব্যক্তি বাসায় একা থাকতেন। আমরা জানতে পারি, গতকাল দুপুরে তিনি তার স্ত্রীর সঙ্গে ব্যবসায় মন্দাভাব এবং ঋণ সংক্রান্ত বিষয়ে কথা বলছিলেন। তার স্ত্রী মাঝেমধ্যে ঢাকার ওই বাসায় আসতেন। রাজধানী সুপার মার্কেটে কাপড়ের দোকান রয়েছে ওই ব্যবসায়ীর। বেশ কিছুদিন ধরে ঋণে জর্জরিত থাকায় হয়তো তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবুও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। আমরা তার স্বজনদের সংবাদ দিয়েছি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”

জুয়েল নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গহরদী গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে।

(ঢাকাটাইমস/২৫মার্চ/এএম/এফএ)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :