মানিকগঞ্জে মাটি কাটার অপরাধে ৫ লক্ষ টাকা জরিমানাসহ আটক ৪

​​​​​​​সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৮ মার্চ ২০২৪, ১৭:২৪

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে চার জনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ সময় দুই জনকে লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল কাইয়ুম খান এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে চর মূলবর্গ গ্রামের . করিমের ছেলে সিরাজুল ইসলামকে ৩ লাখ টাকা এবং ইসলামপুর গ্রামের মৃত মহিউদ্দিন মাতবরের ছেলে মুরাদ হোসেন লাখ টাকা জরমানা করা হয়।

অপরদিকে আটককৃতরা হলেন, চর জামাল পুর গ্রামের আব্বাস আলীর ছেলে আসিফুল ইসলাম, রাজু হোসেনের ছেলে সোহাগ হোসেন, মো. আনোয়ার হোসেনের ছেলে মো. হৃদয় হোসেন চর আজিমপুর গ্রামের মো. মগর আলীর ছেলে সজীব।

জানা গেছে, সরকারি আদেশ অমান্য করে সিঙ্গাইর উপজেলার বিভিন্ন ইউনিয়নে একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি কেটে আসছিল। অভিযোগ পেয়ে অভিযানে যায় উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধভাবে মাটি কাটার সময় জনকে আটক করে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ুম খাঁনের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত।

বিষয়ে সিঙ্গাইর সহকারী কমিশনার (ভূমি) জানান, উপজেলার বিভিন্ন জায়গা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে দুই জনকে লাখ টাকা জরিমানা এবং দুই মাস মেয়াদে জনকে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তিন ফসলি জমির মাটি কাটা বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/২৮মার্চ/প্রতিনিধি/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাচন: কাদের মির্জার বিরুদ্ধে প্রার্থীর লিখিত অভিযোগ

চেক জালিয়াতি মামলায় ইউপি সদস্য জেল হাজতে

নির্বাচিত হয়েও ভোটে অংশ নিতে হচ্ছে সালথার ওয়াহিদুজ্জামানকে

সেতুমন্ত্রীর ভাই শাহাদাত অনুসারীদের বিরুদ্ধে পুলিশের মামলা, পালিয়ে বেড়াচ্ছেন অনেকে

কাপ্তাইয়ে  উচ্চফলনশীল বীজ ও রাসায়নিক সার বিতরণ

শেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হিসেবে খোকনের দায়িত্ব গ্রহণ

রাজবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০

শ্রীপুরে পানিতে ডুবে নির্মাণ শ্রমিকের মৃত্যু

চান্দিনা উপজেলা পরিষদের সকল পদের নির্বাচন স্থগিত 

বাসায় ঢুকে গৃহবধূর মাথায় পিস্তল ঠেকিয়ে যা করলেন ডিবি কর্মকর্তা

এই বিভাগের সব খবর

শিরোনাম :