রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় কুপিয়ে জখম, প্রতিপক্ষের পূত্রবধূর শ্লীলতাহানি

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
| আপডেট : ৩০ মার্চ ২০২৪, ১৫:১৭ | প্রকাশিত : ৩০ মার্চ ২০২৪, ১৪:৫১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুচ্ছ ঘটনার জেরে প্রতিবেশী দুই পরিবারের সংঘর্ষে উভয় পক্ষের ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। সংঘর্ষে প্রতিপক্ষের এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার বাড়িয়াছনিতে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত রেজেক মিয়ার ছেলে জহিরুলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।

হামলার শিকার হওয়া মামলার বাদী রেজেক মিয়া জানান, তাদের প্রতিবেশী মোক্তার, মোস্তফা ও হাবিবুরদের সঙ্গে কথাকাটাকাটির জেরে তার ৩ ছেলেকে লাঠিপেটাসহ পুত্রবধূকে শ্লীলতাহানি করিয়েছে। এতে তার ছেলে জহিরুল গুরুতর আহত হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এদিকে অভিযুক্ত পরিবারের সদস্য হালিমা বেগম বলেন, সামান্য কথাকাটাকাটির জেরে দুই পরিবারের ঝগড়া হয়। এটা নিজেরা নিজেরা ভুল বুঝতে পারায় মীমাংসার চেষ্টা চলছে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ‘অভিযোগ পেয়েছি, ঘটনার তদন্ত চলছে।’

(ঢাকাটাইমস/৩০মার্চ/প্রতিনিধি/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :