রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় কুপিয়ে জখম, প্রতিপক্ষের পূত্রবধূর শ্লীলতাহানি

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  প্রকাশিত : ৩০ মার্চ ২০২৪, ১৪:৫১| আপডেট : ৩০ মার্চ ২০২৪, ১৫:১৭
অ- অ+

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুচ্ছ ঘটনার জেরে প্রতিবেশী দুই পরিবারের সংঘর্ষে উভয় পক্ষের ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। সংঘর্ষে প্রতিপক্ষের এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার বাড়িয়াছনিতে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত রেজেক মিয়ার ছেলে জহিরুলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।

হামলার শিকার হওয়া মামলার বাদী রেজেক মিয়া জানান, তাদের প্রতিবেশী মোক্তার, মোস্তফা ও হাবিবুরদের সঙ্গে কথাকাটাকাটির জেরে তার ৩ ছেলেকে লাঠিপেটাসহ পুত্রবধূকে শ্লীলতাহানি করিয়েছে। এতে তার ছেলে জহিরুল গুরুতর আহত হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এদিকে অভিযুক্ত পরিবারের সদস্য হালিমা বেগম বলেন, সামান্য কথাকাটাকাটির জেরে দুই পরিবারের ঝগড়া হয়। এটা নিজেরা নিজেরা ভুল বুঝতে পারায় মীমাংসার চেষ্টা চলছে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ‘অভিযোগ পেয়েছি, ঘটনার তদন্ত চলছে।’

(ঢাকাটাইমস/৩০মার্চ/প্রতিনিধি/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কানাডার জাতীয় নির্বাচনে লিবারেল পার্টির জয়লাভ
শুরু হলো হজযাত্রা, ৩৯৮ হজযাত্রী নিয়ে সৌদি আরব গেল প্রথম ফ্লাইট
গরমে যেভাবে ডিম খেলে শরীর সুস্থ থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতাও বাডবে
হার্টের স্বাস্থ্য ভালো রাখে রসালো ফল আম, দ্রুত ওজন কমায়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা