বাংলাদেশে তথ্য প্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি প্রকল্প বিষয়ক ট্রেনিং অনুষ্ঠিত

ইউএসএআইডি’র আর্থিক সহযোগিতায় দ্যা কার্টার সেন্টার আয়োজনে ‘বাংলাদেশে তথ্য প্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি প্রকল্প’ আওতায় বাংলাদেশ বেতারের ৩০ জন কর্মকর্তার জন্য তথ্য অধিকার এবং জেন্ডার বিষয়ক ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় বাংলাদেশ বেতারের আগারগাঁও, ঢাকা সম্মেলন কক্ষে এই ট্রেনিংয়ের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক রবীন্দ্র শ্রী বড়ুয়া।
দিন ব্যাপী এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- দ্যা কার্টার সেন্টার বাংলাদেশের চীফ অব পার্টি সুমনা সুলতানা মাহমুদ, ইউএসএআইডি-এর অফিস ডিরেক্টর অ্যলেনা টেনসে, বাংলাদেশ বেতারের অতিরিক্ত পরিচালক (প্রোগ্রাম), মো. সালাউদ্দিন।
অ্যলেনা টেনসে তার বক্তব্যে বলেন, তথ্য অধিকার আইনের মাধ্যমে বাংলাদেশের নাগরিকদের তথ্য অধিকার সম্পর্কে জানতে পারে। ইউএসএআইডি দ্যা র্কাটার সেন্টারের সহযোগিতায় তথ্য প্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি প্রকল্পের মাধ্যমে এই বিষয়ে কাজ করতে পেরে খুবই গর্বিত। তিনি বাংলাদেশ বেতারের কর্মকর্তাদের কাছে তথ্য অধিকার আইন নিশ্চিত করনে তাদের অঙ্গীকার প্রত্যাশা করেন।
প্রধান অতিথি রবীন্দ্র শ্রী বড়ুয়া বলেন, তথ্য অধিকার সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য বেতার হলো সবচেয়ে সহজ মাধ্যম এবং সারা বাংলাদেশে সহজেই বেতারের মাধ্যমে তথ্য পৌঁছে দেওয়া সম্ভব। এজন্য তিনি কার্টার সেন্টার এবং এসএআইডির প্রতি আহ্বান জানান সম্মিলিতভাবে অনুষ্ঠান আয়োজনের জন্য। একই সাথে তিনি আউট ডোর কার্যক্রম হাতে নেওয়া এবং স্থানীয় ভাষার ব্যবহার করে বিভিন্ন অনুষ্ঠান যেমন-গান, জিঙ্গেল ইত্যাদি পরিচালনা করা যেতে পারে বলে তিনি সুপারিশ করেন।
প্রকল্প অবহিতকরণ এবং পরিচিতি সভার শুরুতে সুমনা সুলতানা মাহমুদ, প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ অংশগ্রহণকারীদের সামনে তুলে ধরার পাশাপাশি প্রারম্ভিক বক্তব্যে ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রান্তিক জনগোষ্ঠী, সংখ্যালঘু, সমাজের অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় এই কর্মসূচির গুরুত্ব ও ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন, আমরা মনে করি, আমরা যদি একজন আরেকজনের পাশে থেকে একই সাথে সরকারের উন্নয়ন সহযোগীর ভূমিকা পালন করি তাহলেই আমাদের কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য অর্জন হবে।
দ্যা কার্টার সেন্টার বাংলাদেশের সহযোগিতায় ৫ বছর মেয়াদে বর্তমানে ঢাকা সহ প্রকল্পের ৫টি জেলা শহর রাজশাহী, সিলেট, সাতক্ষীরা এবং খাগড়াছড়ি কার্য পরিচালনা করছে। ভবিষ্যতে দ্যা কার্টার সেন্টারের আরো ৬টি জেলায় রাঙ্গামাটি, খুলনা, নেত্রকোণা, দিনাজপুর, মৌলভীবাজার জেলায় কার্যক্রম প্রসারিত করার পরিকল্পনার রয়েছে। দ্যা কার্টার সেন্টার বাংলাদেশ ঢাকার সহযোগী সংস্থা এমআরডিআই এবং মানুষের জন্য ফাউন্ডেশন পাশাপাশি রাজশাহীতে অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট, সিলেটে ইসস্টিটিউট অফ ডেভেলপমেন্ট, সাতক্ষীরায় অগ্রগতি সংস্থা এবং খাগড়াছড়িতে তৃণমূল উন্নয়ন সংস্থার সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করছে।দ্যা কার্টার সেন্টারের প্রতিনিধি জানান, জনগণের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করার লক্ষ্যে এবং তথ্য অধিকার আইনের ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার মাধ্যমে তথ্য প্রাপ্তিতে নারীদের অধিকতর সক্ষম করে তোলার পাশাপাশি, জাতীয় ও কর্ম এলাকার স্থানীয় সরকার প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহকে কার্যকর এবং শক্তিশালী করার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা সৃষ্টির লক্ষ্যে ভূমিকা রাখবে।
(ঢাকা টাইমস/০১এপ্রিল/এসএ)

মন্তব্য করুন