যশোরে বিদ্যুৎস্পৃষ্টে আনসার সদস্যের মৃত্যু

যশোরে বিদ্যুৎস্পৃষ্টে ফয়সাল (৩৫) নামে একজন আনসার সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তীরের হাট গ্রামের এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফয়সাল সদর উপজেলার তীরের হাট গ্রামের শহিদুল গাজীর ছেলে। তিনি খুলনা ইসলামিক ব্যাংক প্রিন্সিপাল শাখার সিকিউরিটি গার্ড হিসাবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে খুলনা থেকে ছুটিতে বাড়ি এসেছিলেন। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে বৈদ্যুতিক চালিত ধান পরিষ্কার করা মেশিনের প্লাগ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের নিকট মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।(ঢাকা টাইমস/০৩মে/এসএ)

মন্তব্য করুন