‘ওমর’-এর প্রচারণায় নাটক-চলচ্চিত্রের ৯১ তারকা!

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ এপ্রিল ২০২৪, ১৩:৫১
অ- অ+

আসন্ন ঈদুল ফিতরে এক ডজন সিনেমার ভিড়ে মুক্তি পাচ্ছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ওমর’। এই সিনেমার প্রচারণায় ছোট ও বড় পর্দার ৯১ জন তারকা অংশ নিয়েছেন। তাদের মধ্যে আছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় তারকাও।

নির্মাতা রাজের এই সিনেমার নায়ক আরেক রাজ। অর্থাৎ, আলোচিত চিত্রনায়িকা পরীমনির সাবেক স্বামী শরীফুল ইসলাম রাজ। আরও আছেন নাসির উদ্দিন খান, ফজলুর রহমান বাবু, দর্শনা বণিক প্রমুখ।

এই সিনেমাটির প্রচারণায় ৯১ জন তারকা এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে, চল্লিশোর্ধ্ব তারকা ভিডিও বার্তায় দর্শকদের আহ্বান জানিয়েছেন ‘ওমর’ দেখার জন্য।

এমন ঘটনা আগে দেখা যায়নি। এর আগে হাতে গোনা কয়েকজন তারকা অন্যের ছবি দেখার জন্য এভাবে প্রচারণা চালিয়েছেন।

পরিচালক রাজ জানিয়েছেন, ‘ওমর’-এর প্রচারণায় অংশ নিয়েছেন ৯১ জন তারকা শিল্পী। কে নেই তালিকায়! নুসরাত ইমরোজ তিশা, জিয়াউল ফারুক অপূর্ব, মেহজাবীন চৌধুরী, সিয়াম আহমেদ, তাসনিয়া ফারিণ, তৌসিফ মাহবুব, ইয়াশ রোহান, সাবিলা নূর, সাফা কবির, নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি, আইশা খান, সাজু খাদেম, আনিকা কবির শখ, চাষী আলম, সামিরা খান মাহি, শামীম হাসান সরকার, সাদিয়া আয়মান, জেফার রহমানরা তো আছেনই।

আছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও। তালিকায় আছেন রেদওয়ান রনি, রায়হান রাফীসহ বেশ কয়েকজন নির্মাতা। সবাই হলে গিয়ে ‘ওমর’ দেখার আমন্ত্রণ জানিয়েছেন।

ঈদের অন্যান্য সিনেমার নির্মাতারা যখন প্রচার-প্রচারণা নিয়ে দম ফেলার ফুরসতটুকু পাচ্ছেন না, সেখানে ‘ওমর’-এর জন্য তারকাদের এমন অভিনব শুভেচ্ছাবার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো সাড়া ফেলেছে। যদি প্রচারণার জন্য নির্মাতাকে অর্থ ব্যয় করতে হতো, তাহলে ‘ওমর’-এর নির্মাণ ব্যয় নিশ্চিত রেকর্ড ছুঁয়ে যেত।

কিন্তু কীভাবে এই অসাধ্য সাধন করলেন নির্মাতা?

মোস্তফা কামাল রাজ বলেন, ‘আমি শুধু সবাইকে বলেছি, ‘ওমর’-এর জন্য একটা শুভেচ্ছা বাইট দিতে। একে একে সবাই দিয়েছেন। এটা আমার জন্য অনেক আনন্দের। সবাই আমাকে ভালোবেসে বাইট দিয়েছেন। আমি সত্যিই কৃতজ্ঞ।’

রাজের ফেসবুক পেজ ও ‘ওমর’ সিনেমার পেজে একে একে ৯১ জন তারকার শুভেচ্ছাবার্তা প্রকাশ করা হবে বলে জানা গেছে।

(ঢাকাটাইমস/০৩এপ্রিল/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা