আজ বালিশ যুদ্ধের দিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২৪, ১৬:৩০
অ- অ+

আজ ৬ এপ্রিল আন্তর্জাতিক বালিশ যুদ্ধ দিবস। ২০০৮ সালে পিলো ফাইট ক্লাব নামের একটি সংগঠন দিবসটি চালু করে। এরপর থেকে প্রতি বছর এপ্রিলের প্রথম শনিবার দিবসটি পালিত হয়ে আসছে।

ছোটবেলায় যখন সব ভাইবোন একসঙ্গে ঘুমাতাম, তখন ঘুমানোর আগে হইহুল্লোড়, একটুখানি ঝগড়া যেন অবধারিত। আর সেখানেই চলত বালিশ যুদ্ধ। কেননা সেই যুদ্ধের একমাত্র অস্ত্রই ছিল বালিশ।

ছোটবেলার এই মজার খেলা প্রতিযোগিতামূলক খেলা হিসেবে আন্তর্জাতিক অঙ্গনেও জায়গা করে নিয়েছে। ছোটবেলার প্রিয় ‘বালিশ যুদ্ধ’ খেলাকে পেশাদার খেলার মর্যাদা দেয়ার স্বপ্ন দেখেছিলেন স্টিভ উইলিয়ামস। বালিশ যুদ্ধ এখন প্রতিযোগিতামূলক খেলার দরবারে পৌঁছেছে।

এরই ধারাবাহিকতায় ২০২২ সালের ২৯ জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত হয়েছে বালিশ–যুদ্ধের পেশাদার চ্যাম্পিয়নশিপ। আয়োজনটি বেশ জমেও ছিল। এই খেলার আনন্দ আছে, কিন্তু আঘাত পাওয়ার সম্ভাবনা নেই বলে দারুণ জনপ্রিয়তা পেয়েছে।

পিএফসির প্রধান উইলিয়ামস বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছিলেন, এই প্রতিযোগিতা কিন্তু তেমন নয় যে, আপনি হাসতে হাসতে বালিশের লড়াইয়ে নামবেন আর চারদিকে পাখির পালক উড়বে। এটা খুবই সিরিয়াস একটা খেলা। বিশেষ কায়দায় তৈরি করা বালিশ নিয়ে লড়ার বিশেষ কৌশলের লড়াই।

ইতিহাস ঘেঁটে জানা যায়, খ্রিষ্টপূর্ব ৭ হাজার অব্দে প্রাচীন মেসোপটেমিয়ায় বসবাসকারী লোকেরা প্রথম বালিশ ব্যবহারের প্রচলন করেছিলেন। তখন কেবল ধনীরাই বালিশ ব্যবহার করলেও বর্তমানে সর্বস্তরের মানুষের বেডরুমে শোভা পাচ্ছে বাহারি ধরনের বালিশ। সেই সঙ্গে বালিশ নিয়ে মারামারি অর্থাৎ বালিশযুদ্ধ প্রতিযোগিতাও ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে। পালক বালিশ ব্যবহার করে খেলাটি অনেক বেশি মজাদার ও উৎসাহমূলক হলেও, পশু-পাখির কল্যাণের কথা ভেবে কিছু বালিশ লড়াই সংগঠক অনুরোধ করেন, পালকের বালিশ ব্যবহার না করতে।

সূত্র: ডেজ অব দ্য ইয়ার

(ঢাকাটাইমস/০৬এপ্রিল/এমআই/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মে দিবস: বাংলাদেশের শ্রমজীবী মানুষের প্রাপ্তি ও প্রত্যাশা
ছাত্রলীগ নেতার ভিডিওর প্রশংসা নোবিপ্রবি অধ্যাপকের
ওষুধ ছাড়াই ঘরোয়া উপায়ে দূর করুন হজমের সমস্যা
সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে বাংলাদেশ: প্রেস সচিব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা