বাপ্পা মজুমদারের কণ্ঠে প্রশংসায় ভাসছে সায়ীদ আবদুল মালিকের ‘ব্যস্ত শহর’

শ্রোতামহলে প্রশংসা কুড়াচ্ছে সাংবাদিক ও গীতিকার সায়ীদ আবদুল মালিকের লেখা ‘ব্যস্ত শহর’ গানটি। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদার।
সম্প্রতি বাপ্পা মজুমদারের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় গানটি।
পেয়ার আহমেদ সেলিম নামে একজন কমেন্টে লিখেছেন, ‘সায়ীদ বিন অসাধারণ লিখেছেন। তার সাথে অসাধারণ গেয়েছেন বাপ্পা মজুমদার।’
সাইফ খান নামে একজন লিখেছেন, ‘অসাধারণ লিরিক্স ও কম্পোজিশন।’ লাবন্য হক নামে একজনের মন্তব্য, ‘সায়ীদ ভাই অসাধারণ গান লিখেছেন। খুব ভালো লাগলো।’
যান্ত্রিক নাগরিক জীবনে মানুষ এখন কাছকাছি থেকেও যেন কেউ কারো না। পাশের ফ্ল্যাটের প্রতিবেশীও যেন ভিনগ্রহের কোনো অচেনা মানুষ। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নগরে মানবিকতা হারিয়ে যাচ্ছে- এমন বিষয়গুলো গানের কথায় বর্ণনা করেছেন গীতিকার সায়ীদ আবদুল মালিক।
গানটি প্রসঙ্গে তিনি বলেন, ‘ব্যস্ত শহরের নানা যান্ত্রিক জটিলতা ও মানুষে মানুষে সম্পর্কের টানাপোড়েন নিয়েই গানটি লেখা। গানটির জনপ্রিয়তা গীতিকার হিসেবে আমার ক্যারিয়ারকে আরো একধাপ এগিয়ে নেবে বলে আমার বিশ্বাস।’
(ঢাকাটাইমস/৭এপ্রিল/এলএম/এজে)

মন্তব্য করুন