পল্লবীতে ধারালো অস্ত্রের আঘাতে দম্পতি জখম

রাজধানীর পল্লবীর সরকারি পুনর্বাসন এলাকায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছেন স্বামী-স্ত্রী।
আহতরা হলেন ইদ্রিস আলী (৪০) ও চাঁদনী (৩০)।
সোমবার ভোরে এ ঘটনা ঘটে বলে জানান ইদ্রিসের মা মনোয়ারা বেগম।
তিনি বলেন, পল্লবীর সি ব্লকের ৬ নম্বর রোডের ১৮ নম্বর বাড়ির সামনে ফজরের আজানের পর তার ছেলে ও পুত্রবধূকে এলাকার কোনো এক মাদকাসক্ত ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে। পরিবারের লোকজন টের পেয়ে তাদের উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পরে সকাল সাড়ে ৭টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। বর্তমানে তারা ওই হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
(ঢাকাটাইমস/০৮এপ্রিল/এএম/এফএ)

মন্তব্য করুন