প্রয়াত উস্তাদ রশিদ খানের ইনস্টাগ্রামে ভোটদানের বার্তা!

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ এপ্রিল ২০২৪, ১৪:১৫
অ- অ+

তিন মাস আগে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। অথচ রবিবার প্রয়াত উস্তাদ রাশিদ খানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে দেওয়া হলো বিশেষ পোস্ট। যে পোস্টে প্রথমবার ভোটদানের পক্ষে উৎসাহ জোগানো হয়েছে।

যে অ্যাকাউন্ট থেকে সেই পোস্ট ভেসে উঠেছে, তাতে ব্লু টিকও আছে। ফলোয়ারের সংখ্যা ৬৯ হাজারের বেশি। সেই পোস্ট দেখে রীতিমতো বিরক্ত নেটিজেনরা।

এক নেটিজেন লেখেন, ‘এই পোস্টটা রিপোর্ট করে দিলাম।’ অপর একজন লেখেন, ‘এটা চূড়ান্ত অসভ্যতামি।’ একই সুরে আরেক নেটিজেন লেখেন, ‘নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না।’

একজন আবার লেখেন, ‘ইনস্টাগ্রামে এই পোস্টটা চোখে পড়ল। এটা চূড়ান্ত অসংবেদনশীল। এটা কী ধরনের নোংরামি? এটা উস্তাদের ব্লু টিক দেওয়া অ্যাকাউন্ট থেকে সেই পোস্ট করা হয়েছে। আমি বিশ্বাস করতে পারছি না।’ একজন লেখেন, ‘দয়া করে পোস্টটা মুছে ফেলা হোক।’

পোস্টে লেখা হয়েছে, ‘দেশের নাগরিক হওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো ভোটাধিকার। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে রেকর্ড সংখ্যক যুবক-যুবতী ভোট দেবেন। তাই আমি সব মানুষকে আর্জি জানাচ্ছি যে তারা যেন নিজেদের ভোটার কার্ড গুছিয়ে রাখেন এবং বিশ্বের সবথেকে বড় গণতন্ত্রের উৎসব উদযাপনের প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন। বিশেষত যুব সম্প্রদায়কে সেই আর্জি জানাচ্ছি।’

সেইসঙ্গে একটি সংস্থাকেও ধন্যবাদ জানানো হয়েছে ওই পোস্টে। যে সংস্থা ‘আমার প্রথম ভোট’ (#MYFirstVote) কর্মসূচি চালু করেছে। ওই সংস্থার ইনস্টাগ্রাম পেজে দেখা গেছে যে, ‘আমার প্রথম ভোট’ কর্মসূচির আওতায় ভারতের বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী মীনাক্ষী লেখি, কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার, প্রাক্তন অ্যাথলিট পিটি ঊষা, অভিনেতা বোমান ইরানি, অভিনেতা রিধি ডোগরা, প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকরের মতো তারকাদের নাম করেও পোস্ট করা হয়েছে।

গত ৯ জানুয়ারি কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উস্তাদ রশিদ খান। তার বয়স হয়েছিল ৫৫। সেদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। দেশের জন্য বড় ক্ষতি হয়ে গেল। উনি আমার ভাইয়ের মতো ছিলেন। আমাকে মা বলে ডাকতেন।’

(ঢাকাটাইমস/০৮এপ্রিল/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেখ হাসিনার অপকর্মের খবর রাখতেন বলেই সাগর-রুনিকে হত্যা করা হয়েছে: সালাম আজাদ
আল্লামা সুলতান যওক নদভীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক
এমন দেশ চাই যেখানে ফ্যাসিস্ট হওয়ার সম্ভাবনা থাকবে না: ব্যারিস্টার অসীম
বগুড়ায় দুই সাংবাদিকের ওপর হামলা, শহর ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা