বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে বিপুল সংখ্যক মুসল্লি অংশ নিয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৭টায় অনুষ্ঠিত এই জামাতে ইমাম ছিলেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান। মুকাব্বির হিসেবে ছিলেন এই মসজিদের মুয়াজ্জিন ক্বারী মো. ইসহাক।
নামাজ শেষে বাংলাদেশের মানুষের কল্যাণ ও দেশের সমৃদ্ধি কামনায় প্রার্থনা করা হয়। এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনা করা হয়। এ সময় ইমাম মোনাজাতে পরকালবাসী হওয়া সব মানুষের মাগফিরাত, শহীদ মুক্তিযোদ্ধাদের রুহে মাগফিরাত কামনা করেন। বিশ্ব মুসলিমের সুখ ও শান্তি কামনা করেন।
জাতীয় এই মসজিদে নামাজ পড়তে বৃহস্পতিবার ভোর থেকেই ঢাকার বিভিন্ন এলাকার মানুষ আসতে শুরু করেন। ঢাকার পাশের জেলা থেকেও এসেছেন অনেকে। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন মুসল্লিরা। পরে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তারা।
প্রধান জামাত ছাড়াও বায়তুল মোকাররমে ঈদের আরও চারটি জামাতের আয়োজন রয়েছে।
দ্বিতীয় জামাত সকাল ৮টায়। এর ইমাম বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. এহসানুল হক। মুকাব্বির এই মসজিদের মুয়াজ্জিন (অব.) হাফেজ মো. আতাউর রহমান।
তৃতীয় জামাত সকাল ৯টায়। এর ইমাম বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মুহীউদ্দিন কাসেম। মুকাব্বির এই মসজিদের খাদেম মো. আব্দুল হাদী।
চতুর্থ জামাত সকাল ১০টায়। এর ইমাম ইসলামিক ফাউন্ডেশনের ইমাম ড. মো. আবু ছালেহ পাটোয়ারী, মুফাসসির। মুকাব্বির বায়তুল মুকাররমের খাদেম মো. জসিম উদ্দিন।
পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে। এর ইমাম আজিমপুরের মেয়র হানিফ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ইমরান বিন নূরউদ্দীন। মুকাব্বির বায়তুল মুকাররম মসজিদের খাদেম মো. রুহুল আমিন।
ঢাকাটাইমস/১১এপ্রিল/ইএস

মন্তব্য করুন