মৌলভীবাজার পৌরসভার দুটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
  প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২৪, ২০:০৬
অ- অ+

মৌলভীবাজার পৌরসভার অন্তত চার কোটি টাকার দুটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় পৌরসভার বড়কাপন এলাকায় মেয়র ফজলুর রহমান প্রকল্প দুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এসময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকীবুর রহমান, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জালাল আহমেদ, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ সেলিম হক, ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাসুদ আহমেদ সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

মৌলভীবাজার পৌরসভা কার্যালয় সূত্রে জানা যায়, নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৬ নম্বর ওয়ার্ডের বড়কাপন জামে মসজিদ সড়ক উন্নয়ন প্রকল্পের ৬৪০ মিটার রাস্তার চুক্তি মূল্য এক কোটি ৬২ লাখ টাকার বেশি এবং একই এলাকার বড়কাপন জামে মসজিদ সড়কের ড্রেনে নির্মাণ দুই কোটি ১৫ লাখ টাকার বেশি।

স্থানীয় লোকজন জানান, উক্ত প্রকল্প দুটি বাস্তবায়নের ফলে ওই এলাকার লোকজনের জীবনমান আরও উন্নত হবে।

(ঢাকা টাইমস/১৮এপ্রিল/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা