পাবনায় অ্যাম্বুলেন্স-সিএনজি সংঘর্ষে নিহত ২
পাবনা সদর উপজেলায় অ্যাম্বুলেন্স-সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শনিবার রাত ১০টার দিকে পাবনা সদরের সিংগা বাইপাস পাবনা-রাজশাহী মহাসড়কে কাঠের মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সিএনজি চালক দুখু মিয়া (৩৫) ও যাত্রী রমজান আলী (৫০)। দুখু মিয়া শালগাড়ীয়া মেরিল বাইপাস এলাকার শামসুলের ছেলে এবং রমজান আলী একই এলাকার মৃত দরবেশের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী অভিমুখী অ্যাম্বুলেন্স ও পাবনা অভিমুখী সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সিএনজিচালক দুখু মিয়া ও রমজান আলী নিহত হন। তাদেরকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাবনা সদর থানার অফিসার ইনচার্জ রওশন আলী বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পাবনা সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। নিহত দুখু ও রমজানের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পাবনা সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
(ঢাকা টাইমস/২১এপ্রিল/প্রতিনিধি/এসএ)