আখাউড়ায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ১৮:৩১ | প্রকাশিত : ২২ এপ্রিল ২০২৪, ১৬:২৯

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে খামারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আক্তারের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা মো. মুসলেহ উদ্দিন আহমেদের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সফিক আলেয়া।

এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম. রাহাতুল ইসলাম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. জুয়েল মজুমদার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রওনক জাহান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শিপ্রা নাথ, খামারী হালিমা বেগম ও মহসিন মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী ১০জন উদ্যোক্তা খামারীর মাঝে পুরস্কারের চেক ও সনদপত্র প্রদান করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে প্রাণি সম্পদ প্রদর্শণী ও সেবা সপ্তাহ শুরু হয়। মেলায় ২২টি স্টলে গরু, ছাগল, মহিষ ও পোষা পাখিসহ বিভিন্ন প্রাণীর প্রদর্শণী করা হয়।

(ঢাকাটাইমস/২২এপ্রিল/প্রতিনিধি/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :