জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ এপ্রিল ২০২৪, ১৪:০৯
অ- অ+

ব্যাটে-বলে নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা সময় পার করছেন সুনীল নারিন। লম্বা সময় ধরে টি-টোয়েন্টি ফরম্যাট দাপিয়ে বেড়িয়েছেন এই উইন্ডিজ তারকা। চলতি আইপিএলে ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করছেন তিনি। এরপর গুঞ্জন ওঠে, আবারও জাতীয় দলে ফিরতে পারেন তিনি। তবে সেই গুঞ্জনকে উড়িয়ে দিয়ে নারিন নিজেই জানালেন, জাতীয় দলের দরজা বন্ধ হয়ে গেছে তার জন্য।

৩৫ বছর বয়সী ক্যারিবীয় অলরাউন্ডার সুনীল নারিন গত সপ্তাহে রাজস্থানের বিপক্ষে ৫৬ বলে ১০৯ রানের ইনিংস খেলে আলোচনায় আসেন। এছাড়াও, চলতি আপিএলে আপাতত ৯ উইকেট পেয়েছেন তিনি। তার অলরাউন্ড পারফর্মেন্সে মুগ্ধ সকলে।

সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রভম্যান পাওয়েল জানিয়েছিলেন, তারা নানাভাবে চেষ্টা করছে নারিনকে জাতীয় দলে আবারও ফেরাতে। কারণ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ যে অনুষ্ঠিত হবে ঘরের মাঠে। ফলে সেরা খেলোয়াড়দের নিয়েই দল গোছাতে চায় তারা। কিন্তু জাতীয় দলে ফেরা নিয়ে নারিন নিজেই তার সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

নারিন জানান, জাতীয় দলে ফেরার জন্য তার দরজা বন্ধ হয়ে গিয়েছে। নিজেই বলেছেন, জাতীয় দলে ফেরা আর সম্ভব না তার পক্ষে।

কলকাতা নাইট রাইডার্সের স্বাক্ষরিত এক বিবৃতিতে নিজের মন্তব্য জানিয়েছেন সুনীল নারিন, ‘আমি সত্যিই খুশি এবং মুগ্ধ হয়েছি যে সম্প্রতি আমার পারফরম্যান্স অনেক লোককে সরাসরি আমাকে অবসর থেকে বেরিয়ে আসার এবং আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার ইচ্ছা প্রকাশ করতে অনুপ্রাণিত করেছে।’

‘আমি সেই সিদ্ধান্তে সম্মানের সঙ্গেই গ্রহণ করছি এবং আমি কখনই হতাশ করতে চাই না। তবে সেই দরজাটি (জাতীয় দলে ফেরা) এখন বন্ধ এবং আমি ওয়েস্ট ইন্ডিজের হয়ে জুনে যারা মাঠে নামবে তাদের সমর্থন করব।’

সুনীল আশাবাদী ঘরের মাঠে উইন্ডিজের ক্রিকেটাররা তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয় করবে, ‘ছেলেরা গত কয়েক মাস ধরে কঠোর পরিশ্রম করেছে এবং তারা আরেকটি খেতাব জিততে সক্ষম, সেটা আমাদের অসাধারণ ভক্তদের দেখানোর জন্য যোগ্য। আমি ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের শুভকামনা জানাই।’

২০১৯ সালে জাতীয় দলের হয়ে সবশেষ দেখা গিয়েছিল সুনীল নারিনকে। ২০২৩ সালে তিনি অবসর নেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৫১টি টি-টোয়েন্টি খেলেছেন এই অলরাউন্ডার। তাতে ৪৯ ইনিংসে বল করে পেয়েছেন ৫২ উইকেট। আর ব্যাট হাতে ২৩ ইনিংসে করেছেন ১৫৫ রান।

(ঢাকাটাইমস/২৩এপ্রিল/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আইইউবিএটি’র ৮ম সমাবর্তন অনুষ্ঠিত 
‘অপারেশন ডেভিল হান্টে’ ধরা পড়বে ছোট-বড় সব অপরাধী: স্বরাষ্ট্র উপদেষ্টা
কুষ্টিয়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
ত্রিদেশীয় সিরিজ: বৃথা গেলো ব্রিটজকের বিশ্বরেকর্ড, ফাইনালে নিউজিল্যান্ড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা