মিয়ানমারে কারাভোগ শেষে ফিরলেন ১৭৩ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ১৪:৪৩ | প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২৪, ১৪:৩৫

প্রতিবেশী দেশ মিয়ানমারের বিভিন্ন জেলে কারাভোগ শেষে এবং সাজা মওকুফের পর ফিরেছেন ১৭৩ বাংলাদেশি। বুধবার দুপুর সোয়া ১টায় কর্ণফুলী জাহাজে করে কক্সবাজারের নুনিয়ারছড়াস্থ বিআইডব্লিউটিএ ঘাটে পৌঁছান তারা।

এর আগে মঙ্গলবার বিকালে প্রত্যাবাসিত ১৭৩ বাংলাদেশিকে নিয়ে ‘চিন ডুইন’ নামক জাহাজ মিয়ানমারের রাখাইনের সিতোয়ে বন্দর ছাড়ে। সেন্ট মার্টিন সংলগ্ন সাগরে ১৭৩ জনকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর শেষে বাংলাদেশি জাহাজে করে কক্সবাজার আনা হয়।

প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে ফেরত আসা ব্যক্তিদের তাদের পরিবারের কাছে হস্তান্তরের কাজ শুরু হয়েছে।

এদিকে নিখোঁজ প্রিয়জন ফিরেছেন জেনে তাদের কাছে পেতে বুধবার সকাল থেকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট এলাকায় অপেক্ষা করতে থাকেন তাদের বাবা-মা-ভাইবোনসহ স্বজনরা।

টেকনাফের হ্নীলা ইউনিয়নের খারাংখালী এলাকার বাসিন্দা ছেনেয়ারা বেগম বলেন, ‘১২ বছর আগে আমার ভাই খোরশেদ আলম (৩০) নিখোঁজ হন। মঙ্গলবার খবর পাই মিয়ানমার কারাগার থেকে অনেক বাংলাদেশিকে আনা হচ্ছে। তাই ভাইয়ের জন্য অপেক্ষায় আছি। ছেলের জন্য কাঁদতে কাঁদতে শোকে আমার মা মারা গেছেন।’

উখিয়ার পালংখালী মধ্যম ফারির বিল এলাকার ফরিদা খাতুন বলেন, ‘আমার ছেলে আরাফাত হোসেন (২০) অটোরিকশা চালাতো। দালালের খপ্পরে পড়ে ১৪ মাস আগে মালয়েশিয়া যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয়। ৯ মাস পরে তার চিঠি পেয়ে নিশ্চিত হয়েছি সে মিয়ানমারের কারাগারে রয়েছে। নিকট আত্মীয়ের মাধ্যমে খবর পেয়েছি মিয়ানমার থেকে তাদের আনা হচ্ছে। আমি এখনো নিশ্চিত না যে, সেখানে আমার ছেলে আছে কি না। তারপরও ছেলেকে পাওয়ার একবুক আশা নিয়ে এসেছি।’

পালংখালী গ্রামের বাসিন্দা সাবেকুন্নাহার, হাজেরা খাতুন ও কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার জমিলা, উখিয়ার বদি বলমের শাহ আলম, টেকনাফের বাহারছড়া ইউনিয়নের হাজমপাড়ার নুরুল ইসলামরাও বুধবার সকাল থেকে অপেক্ষায় নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট এলাকায়।

(ঢাকাটাইমস/২৪এপ্রিল/এজে)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

সুন্দরবনের আগুন: খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

উপজেলা নির্বাচন: তিন দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

নগর পরিকল্পনায় নারী পরিকল্পনাবিদদের এগিয়ে আসতে হবে: মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী

উন্নয়নশীল দেশগুলোকে সংগ্রাম করতে হচ্ছে: স্পিকার

‘ভোগ্যপণ্যের সিন্ডিকেট ভাঙতে না পারলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে না’

গাজায় যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

সুন্দরবনের আগুন আপাতত নিয়ন্ত্রণে, তবে ফের জ্বলে উঠতে পারে

আগামী বছরগুলোতেও এমন গরম আসতে পারে, প্রস্তুত থাকার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

আরও তিনটি মেরিন একাডেমি প্রতিষ্ঠা করা হবে: নৌ প্রতিমন্ত্রী

আর্থিক সক্ষমতা বিবেচনায় পরিকল্পনা প্রণয়নের আহ্বান ইউজিসির

এই বিভাগের সব খবর

শিরোনাম :