পঞ্চগড়ে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২৪, ১৫:৫৩

পঞ্চগড়ে টানা অনাবৃষ্টি আর তীব্র গরম থেকে মুক্তির আশায় ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। নামাজ শেষে বৃষ্টির জন্য হাত উল্টো করে বিশেষ মোনাজাত করেন মুসল্লিরা। বুধবার বেলা ১১টার দিকে উপজেলা সদরের কামাত কাজলদিঘী ইউনিয়নের তালমা ঈদগাহ মাঠে এই নামাজ অনুষ্ঠিত হয়।

নির্ধারিত সময়ের আগে থেকে নামাজের মাঠে জড়ো হতে থাকেন স্থানীয় মুসল্লিরা। নামাজ শেষে সকলেই মহান আল্লাহ পাকের দরবারে মাফ চেয়ে এবং তীব্র গরম থেকে মুক্তিসহ বৃষ্টি চেয়ে কান্নাকাটি করেন। নামাজে কামাত কাজলদিঘী ইউপি চেয়ারম্যান তোফায়েল প্রধান, ঈদগাহ কমিটির সভাপতিসহ স্থানীয় মুসল্লিরা অংশ নেন। ইমামতি করেন মুফতি মাওলানা মো. আইয়ুব বিন কাসেম।

(ঢাকা টাইমস/২৪এপ্রিল/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :