মাদারীপুরে সালিশ বৈঠকে হাতবোম নিক্ষেপ, আহত ৬ জন ঢামেকে ভর্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৭ এপ্রিল ২০২৪, ০৯:০৯

মাদারীপুরে কালকিনীতে প্রবাসীর বাড়িতে হামলার মামলায় স্থানীয়ভাবে মীমাংসার জন্য গ্রাম্য সালিশে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন আহত হয়েছে। আহতদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন বিপুল চৌকিদার (২২), সোহেল চৌকিদার (৩২), ইদ্রিস হাওলাদার (৪২), নুর আলম (৩৭), রবিউল হাওলাদার (৩৮) ও জয়নাল (৪৫)।

শনিবার ভোররাতে আহতদের ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। স্বপন হাওলাদার তাদের ঢামেকে ভর্তি করেন।

এর আগে শুক্রবার সন্ধ্যারাতে উপজেলার আলীনগর ইউনিয়নের দক্ষিণ কানাইপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্বপন হাওলাদার আহতদের পরিবারের সদস্য। তার দেওয়া তথ্য মতে, পূর্বের সংঘর্ষের জেরে সালিশে বসলে সেখানে সন্ধ্যা ৬টার সময় ভিকটিমদের ওপর হাত বোমা নিক্ষেপ করে প্রতিপক্ষ। এতে ভিকটিমরা গুরুতর আহত হয়। ভিকটিমদেরকে দ্রুত উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন তিনি। বর্তমানে ভিকটিমরা ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ, আহত, ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ মার্চ দক্ষিণ কানাইপুর গ্রামের মৃত মালেক সরদারের ছেলে দুবাই প্রবাসী রিপন সরদার বাড়িতে আসেন। এ খবর পেয়ে পূর্বশত্রুতার জেরে একই এলাকার আনসার হাওলাদারের ছেলে দেলোয়ার হাওলাদার লোকজন নিয়ে রিপন সরদারের বাড়িতে হামলা করে। তারা ঘরে থাকা মূল্যবান আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করে।

পরে তা সমাধানের জন্য স্থানীয়ভাবে কয়েকবার সালিশ বৈঠকের আয়োজন করলে তা ব্যর্থ হয়। এ ঘটনায় গত ২৩ এপ্রিল ভুক্তভোগী রিপন সরদারের স্ত্রী রুনিয়া বেগম বাদী হয়ে কালকিনি থানায় ২২ জনের নামে একটি মামলা করেন।

এই ঘটনা মীমাংসার জন্য স্থানীয় গণমান্য ব্যক্তিদের নেতৃত্বে শুক্রবার সালিশ বৈঠকে বসে উভয়পক্ষ। কিন্তু সেখানেও উভয়পক্ষ দ্বন্দ্বে লিপ্ত হয়। এক পর্যায়ে হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটে।

আহতদের প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হলে পরে সেখান থেকে ঢাকায় নিয়ে আসা হয়।

(ঢাকাটাইমস/২৭এপ্রিল/এএম/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

সুবর্ণচরে এমপিপুত্র শাবাব বিজয়ী

নড়িয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতা, ইউপি চেয়ারম্যানসহ আহত ৩

কুমিল্লার তিন উপজেলায় দুই নতুন মুখ, লাকসামে ইউনুসের হ্যাট্রিক

বান্দরবান সদরে আ.লীগ নেতাকে হারিয়ে বহিষ্কৃত বিএনপি নেতা কুদ্দুস বিজয়ী

ভোট দিলেন কেরানীগঞ্জের বিএনপি নেতা, ফাঁকা ছিল বেশিরভাগ কেন্দ্র

গাজীপুর সদর উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা

ফরিদপুরে চেয়ারম্যান পদে তিন উপজেলায় যারা নির্বাচিত হলেন

হাইকোর্টের আদেশ স্থগিত: ঝিনাইদহ-১ আসনে নির্বাচনে বাধা নেই

রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম বাঙালিকে আলোর পথ দেখায়: পরিকল্পনা প্রতিমন্ত্রী

কুমিল্লায় ট্রান্সফর্মার চোর চক্রের সদস্য গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :