শিল্পী পরিচয়ে ভয়ংকর মাদক কারবারে গায়ক রেবেল, কাজ করতেন ‘ভাইজানের’ হয়ে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ২০:৩১ | প্রকাশিত : ২৭ এপ্রিল ২০২৪, ২০:১৮

জনপ্রিয় সংগীতশিল্পী এনামুল কবির রেবেলকে কোটি টাকার মাদক ক্রিস্টাল মেথ বা আইসসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এরপরই বেরিয়ে এসেছে তার ভয়ংকর মাদক কারবারের খবর। রেবেল ‘উচ্চারণ’নামে একটি ব্যান্ডের শিল্পী। সংগীতের আড়ালে রেবেল কথিত ভাইজান রিপন ওরফে লিটুর সঙ্গে মাদক কারবারিতে জড়িত ছিলেন। তবে কথিত ভাইজানের বিষয়ে তেমন তথ্য জানায়নি পুলিশ।

শুক্রবার (২৬ এপ্রিল) রাতে রাজধানীর রামপুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে রামপুরা থানা পুলিশ।

শনিবার (২৭ এপ্রিল) বিকালে এক সংবাদ সম্মেলনে ডিএমপির খিলগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রাশেদুল ইসলাম সাংবাদিকদের জানান, গায়ক রেবেল মূলত মাদক কারবারি মো. রিপন ওরফে লিটু ওরফে ভাইজানের হয়ে কাজ করতেন। রেবেলকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যে বাড্ডা এলাকায় লিটুর বাসায় অভিযান চালানো হয়। অভিযানে লিটুকে না পাওয়া গেলেও তার বাসা থেকে মাদকসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়।

পুলিশের এই কর্মকর্তা বলেন, মূলত লিটুর মাদক কারবারে তার গাড়িচালক অমি ও রেবেল সহযোগিতা করত। পাঁচ বছরেরও বেশি সময় ধরে লিটুর মাদক ব্যবসায়ে সহায়তা করে আসছিল রেবেল।

একটি অনুষ্ঠানে লিটুর সঙ্গে রেবেলের পরিচয় হয় জানিয়ে এডিসি রাশেদুল ইসলাম বলেন, পরবর্তীতে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। এরপরই তারা মাদক কারবার শুরু করে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আরও তিন-চারজন জড়িত। তাদের খোঁজা হচ্ছে। আর এনামুল কবির রেবেলকে গ্রেপ্তারের পর রাতেই রামপুরা থানায় মামলা হয়েছে। এতে তিনজনকে আসামি করা হয়।

(ঢাকাটাইমস/২৭এপ্রিল/এসএস/কেএম)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

৪২০ টাকা মূল্যের ওমানি মুদ্রা লাখে বিক্রি, গ্রেপ্তার ৪

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩১

রাজধানীতে র‌্যাবের হাতে ১২ চাঁদাবাজ গ্রেপ্তার

দুই দফায় রিমান্ড শেষে কারাগারে মিল্টন সমাদ্দার

এনআইডি প্রকল্পের কর্মকর্তা দিতেন তথ্য, কার্ড বানিয়ে আয় কোটি টাকা

রিমান্ডে অধিকাংশ অভিযোগই স্বীকার করেছে মিল্টন: ডিবি 

পুলিশ হেফাজতে মৃত্যু: যাত্রাবাড়ীর ওসি ফরমানের বিরুদ্ধে মামলা

বেইলি রোডের আগুন: কাচ্চি ভাইয়ের মালিক সিরাজ গ্রেপ্তার, দুই দিনের রিমান্ডে

নাপিত-হকার মিলে বানায় খাওয়ার স্যালাইন, ৪০ শতাংশ কমিশনে কিনে ডিলাররা

দিনাজপুরের আলোচিত ব্যবসায়ী আবুল কাশেমের বিরুদ্ধে দুদকের মামলা

এই বিভাগের সব খবর

শিরোনাম :