সিরি আতে ইতিহাস: এই প্রথম এক ম্যাচের ৩ রেফারিই নারী

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৯ এপ্রিল ২০২৪, ১৬:১৬

সিরি আর শিরোপা নিষ্পত্তি হয়ে গেছে আগেই। ৫ ম্যাচ হাতে রেখেই শিরোপা জয় নিশ্চিত করে ফেলেছিল ইন্টার মিলান। ইতালির এই লিগে এখন আর আকর্ষণ তেমন কিছু নেই। এরপরও গতকাল ইন্টার মিলান ও তুরিনোর ম্যাচে তৈরি হয়েছিল অন্য রকম আবহ। কেননা নতুন চ্যাম্পিয়ন ইন্টার মিলানের বিপক্ষে তুরিনোর ম্যাচটি পুরো নারী রেফারিদের দিয়ে পরিচালনা করা হয়েছে।

সিরি আতে লিগে এই ধরনের ঘটনা এটাই প্রথম। সান সিরোর ম্যাচটিতে ইন্টার ২-০ গোলে জয়ী হয়েছে। ম্যাচটি পরিচালনার দায়িত্বে ছিলেন মারিয়া সোল ফেরেইরি কাপুতি। তার সহকারী হিসেবে ছিলেন টিজিয়ানা ট্রাসিয়াত্তি ও ফ্রান্সেসকা ডি মন্তে।

লিগ শিরোপা নির্ধারণ, অবনমন অথবা চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়া—এই তিন দিক থেকে ম্যাচটি মোটেই গুরুত্বপূর্ণ ছিল না। তবে পয়েন্ট তালিকার ১০ নম্বরে থাকা তুরিনোর জন্য ইউরোপা লিগ বা কনফারেন্স লিগে জায়গা পাওয়ার সমীকরণ ছিল। সেদিক থেকে তাদের জন্য ম্যাচটি ছিল গুরুত্বপূর্ণ।

তুরিনোর জন্য গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাঁশি হাতে ব্যস্ত সময়ই কাটাতে হয়েছে ফেরিয়েরি কাপুতিকে। ৪৯ মিনিটে তিনি লাল কার্ড দেখান তুরিনোর আদ্রিয়েন তামেজেকে। তিনি ফাউল করেছিলেন ইন্টারের হেনরিখ মেখিতেরিয়ানকে। ভিএআরের সাহায্য নিয়ে মাঠের পাশের মনিটরে ঘটনা দেখে লাল কার্ড দেওয়ার সিদ্ধান্ত নেন ফেরিয়েরি কাপুতি।

এ ছাড়া ৬০ মিনিটে ইন্টার মিলানকে একটি পেনাল্টি দেন রেফারি। বক্সের মধ্যে ইন্টারের মার্কাস থুরামকে ফাউল করেছিলেন তুরিনোর মাত্তেও লোভাতো। সেই পেনাল্টি থেকে ম্যাচের দ্বিতীয় গোলটি করেন হাকান কালহানোলু। এর ৪ মিনিট আগে ইন্টারের প্রথম গোলটিও তিনিই করেছেন। তুরিনোর বিপক্ষে ম্যাচটি ইন্টার জিতেছে ২–০ গোলে।

এ নিয়ে সিরি আতে ১০টি ম্যাচ পরিচালনা করলেন ৩৩ বছর বয়সী ফেরিয়েরি কাপুতি। সিরি আতে রেফারি হিসেবে তাঁর অভিষেক হয়েছিল ২০২২ সালে, সাসসুয়োলো–সালেরনিতানা ম্যাচ দিয়ে।

সিরি আতে প্রথম হলেও গতকালের ম্যাচের তিন নারী রেফারি একসঙ্গে এর আগেও ম্যাচ পরিচালনা করেছেন। ২০২২ সালে তাঁরা একসঙ্গে ইতালির দ্বিতীয় বিভাগ ফুটবলের একটি ম্যাচ পরিচালনা করেন। এ ছাড়া গত বছর ইতালিয়ান কাপের শেষ ষোলোতে নাপোলি–সেরেমোনেসের ম্যাচেও একসঙ্গে ছিলেন এই তিন রেফারি।

(ঢাকাটাইমস/২৯এপ্রিল/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

৪২ বছর পর চ্যাম্পিয়নস লিগে ফিরল অ্যাস্টন ভিলা

পাঁচ বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে যাচ্ছেন এমবাপ্পে, দাবি লা লিগা সভাপতির

টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি আসর খেলার রেকর্ড সাকিব-রোহিত শর্মার

বিশ্বকাপ স্কোয়াডে সাইফউদ্দিনকে না রাখায় অবাক হয়েছি: কোচ নাজমুল আবেদীন

বিশ্বকাপে সহ-অধিনায়ক হিসেবে যাচ্ছেন তাসকিন আহমেদ 

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা: থাকছেন তাসকিন বাদ সাইফউদ্দিন 

কোচ নাজমুল আবেদীন ফাহিমকে নিয়ে সাকিবের একাকী অনুশীলন

বিশ্বকাপের দল ঘোষণা আজ, থাকছেন তাসকিন?

আইকন হিসেবে মোস্তাফিজকে দলে ভেড়ালো ডাম্বুলা থান্ডার্স

তারকা ক্রিকেটারদের ছাড়াই নেদারল্যান্ডসের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

এই বিভাগের সব খবর

শিরোনাম :