পূবাইলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত 

টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ মে ২০২৪, ১২:২৩
অ- অ+

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন মীরের বাজার শক্তি ইঞ্জিনিয়ারিং কোম্পানির সামনে ট্রাকের ধাক্কায় শাহাদাত হোসেন মুন্না (২৭) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

বুধবার সকালে মীরের বাজার এলাকার গাজীপুর -গাউছিয়া বাইপাস রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহাদাত হোসেন মুন্না ময়মনসিংহের নান্দাইল থানার রামগতি গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। তিনি গাজীপুর টু গাউছিয়া হাইওয়ে সড়কের উন্নয়ন প্রজেক্টের ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, শাহাদাত হোসেন মোটরসাইকেলে গাজীপুরে যাওয়ার পথে বিপরীতগামী আসা মালবোঝাই ট্রাক তাকে ধাক্কা দেয়। এসময় গাড়ির পেছনের চাকায় চাপা পড়েন তিনি। এতে শাহাদাত গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূবাইল থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান বলেন, ধাক্কায় ঘটনাস্থলেই আহত হলে হাসপাতালে নেওয়ার পর মোটরসাইকেল চালক যুবকের মৃত্যু হয়। তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে তবে চালক পালিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

(ঢাকা টাইমস/০১মে/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা