মোহাম্মদপুরে ড্রেনে মিলল গ্রেনেড, নিষ্ক্রিয় করল বোম্ব ডিসপোজাল ইউনিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০২ মে ২০২৪, ১৭:২৯ | প্রকাশিত : ০২ মে ২০২৪, ১৬:৫৪

রাজধানীর মোহাম্মদপুরে ড্রেন থেকে একটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। পরে সেটি নিষ্ক্রিয় করেছে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, এটি অনেক পুরাতন যা যুদ্ধের সময়ের হতে পারে।

বুধবার সন্ধ্যায় জাকির হোসেন রোডের ড্রেন থেকে সেটি পরিত্যক্ত অবস্থায় শ্রমিকরা পান।

ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) প্রধান মো. আসাদুজ্জামান বৃহস্পতিবার ঢাকাটাইমসকে বলেন, গ্রেনেডটি উদ্ধারের পর সেটি নিষ্ক্রিয় করা হয়েছে। এর আগে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ আমাদের খবর দেয়। সেটি উদ্ধার করে গতকালই নিষ্ক্রিয় করা হয়েছে।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) তোফাজ্জল হোসেন ঢাকা টাইমসকে বলেন, মোহাম্মদপুরের জাকির হোসেন রোড খেলার মাঠের পাশের ড্রেন তৈরির কাজ করার সময় একটি পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার করা হয়। পরবর্তীতে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট গিয়ে গ্রেনেড উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে। ধারণা করা হচ্ছে গ্রেনেডটি মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত। দীর্ঘদিন মাটির নিচে থাকায় জং ধরে গেছে৷ সতর্কতার সঙ্গে উদ্ধার হওয়ায় কোনো সমস্যা হয়নি।

ঢাকাটাইমস/০২মে/এসএস/ইএস

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :